যার সম্পর্কে উক্তি
আলো চোখ দুটি মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে বড় পিসিমা বাড়ির বড় বউকে উদ্দেশ্য করে বলেছেন। এখানে উচ্ছব নাইয়ার সম্পর্কে বলা হয়েছে।
চেহারার বর্ণনা
গল্পের বড় বইয়ের দৃষ্টিতে উচ্ছবের চেহারার বর্ণনা তুলে ধরা হয়েছে। ‘লোকটার চাহনি’বড় বাড়ির বড় বউ এর প্রথম থেকেই ভালো লাগেনি। তার পরনে লুঙ্গিটা ময়লা, অত্যন্ত ছোট কোমর পর্যন্ত। চেহারার মধ্যে একটা বন্য ছাপ ও লক্ষ্য করা যায়। বন্যার কবলে পরিবার-পরিজন হারিয়ে ক্ষুধার্ত উচ্ছব খাবারের খোঁজে কলকাতা এসেছে। তাই এই জীর্ণ অসহায় চেহারা কলকাতায় সভ্য সমাজে বেমানান মনে হয়। সভ্য মানুষের চেহারার সঙ্গে তার চেহারার এই বিরুদ্ধই বড় বইয়ের দৃষ্টিতে আকর্ষণ করেছিল।
লোকটির আসার কারণ
সুন্দরবনের বাধা অঞ্চলের বাসিন্দা উচ্ছব নাইয়া। প্রকৃতির ভয়ংকর আক্রোশের এক দুর্যোগের রাতে তার মাটির বাড়ি সহ গোটা পরিবার মাতলা নদীর গর্ভে তলিয়ে যায়। কয়েকদিন ধরে খিদে ভুলে দিশেহারা উচ্ছব পাগলের মত বউ ছেলে মেয়েকে খুঁজে বেড়ানোর পর ব্যর্থ হয়ে সরকারি লঙ্গরখানায় গেল, তার খাবার জোটেনি। বাধ্য হয়ে কলকাতায় বাসিনীর মনিবের বাড়িতে ভাত পাওয়ার আশায় কাজ করতে শুরু করে উচ্ছব। তার কথায় খাদ্যভাবে সে প্রেতে পরিণত হয়েছে। ভাত খেয়ে মানুষ হবে সে এবং তারপর পরিজনের দুঃখে কাঁদবে।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?