মনোযোগের বৈশিষ্ট্য গুলি নিম্নে পয়েন্টআকারে আলোচনা করা হইল –
১ কেন্দ্রানুগ প্রক্রিয়া

মনোযোগ হল একটি কেন্দ্রানুগ প্রক্রিয়া। যে বিষয়টি চেতনার কেন্দ্রস্থলে থাকে তার প্রতি আমরা মনোযোগী হই।
“ক ” হলো চেতনার কেন্দ্র।
i – x চেতনার প্রান্তের উদ্দীপক সমূহ।
মনোযোগের অবস্থান – চেতনার প্রান্তে i – x পর্যন্ত উদ্দীপক রয়েছে। এখানে i নং উদ্দীপপটিকে প্রতি ব্যক্তির মনোযোগ আকৃষ্ট হয়েছে।
২ উদ্দীপক নির্ভর
মনোযোগের একটি অন্যতম বৈশিষ্ট্য হল উদ্দীপক নির্ভর। মনোযোগ আকর্ষণের জন্য নিম্নতম উদ্দীপক শক্তির প্রয়োজন।
৩ পরিবর্তনশীলতা
ব্যক্তির মনোযোগ এবং বস্তু থেকে অন্য বস্তুতে প্রতিনিয়ত স্থানান্তরিত হয়। অর্থাৎ মনোযোগ হল পরিবর্তনশীল।
৪ নির্বাচন ধর্মী
মনোযোগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্দীপকের নির্বাচন। যেসব উদ্দীপক চেতনার প্রান্তে থাকে তার মধ্যে থেকে একটি মাত্র উদ্দীপক নির্বাচন করে মনোযোগ দিয়ে থাকি।
৫ ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া
মনোযোগ হল একটি ইচ্ছামূলক সক্রিয় মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়া একটি নির্দিষ্ট চালিত হয়ে বস্তু নির্বাচন করে তার প্রতি মনোযোগ দেয়।
৬ উদ্দেশ্যমূলক
মনোযোগ হল উদ্দেশ্যমূলক। মনোযোগ সব সময় উদ্দেশ্যকে কেন্দ্র করে চালিত হয়। মনোযোগ অনির্দিষ্ট বস্তু বা বিষয়কে নির্দিষ্ট করে তোলে।
৭ সীমিত ক্ষেত্রে
মনোযোগের ক্ষেত্র বা পরিধি খুবই সীমিত। একটি নির্দিষ্ট সময় আমরা একটি বস্তু বা বিষয়ের প্রতি মনোযোগ দিয়ে থাকি। অধিক বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারি না।
৮ ক্ষণস্থায়ী
মনোযোগের একটি অন্যতম বৈশিষ্ট্য হল ক্ষণস্থায়ী প্রকৃতি, আমরা কোনো বস্তু বা ঘটনার প্রতি বেশিক্ষণ মনোযোগ দিতে পারি না।
৯ ইতিবাচক ও নেতিবাচক
মনোযোগের ইতিবাচক ও নেতিবাচক দুটি দিক রয়েছে। মনোযোগের ইতিবাচক বলতে বোঝায় একটি নির্দিষ্ট উদ্দীপকের প্রতি মনোযোগ হওয়া। অপরদিকে মনোযোগের নেতিবাচক বলতে বোঝায় অন্যান্য উদ্দীপকগুলোকে বর্জন করা। মনোযোগের ক্ষেত্রে দুই দিক সমান গুরুত্বপূর্ণ।
১০ অনুসন্ধানী
অনুসন্ধানী দিক হল মনোযোগের একটি অন্যতম বৈশিষ্ট্য। নতুন বা বৈচিত্র্যময় বিষয়বস্তুর প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট হয়। বৈচিত্র খুঁজে বেড়ানোই হল মনোযোগের ধর্ম।
১১ বিশ্লেষণ ও সংশ্লেষণমূলক প্রক্রিয়া
মনোযোগ হল একটি বিশ্লেষণ ও সংশ্লেষ মূলক মানসিক সচেতন প্রক্রিয়া। কোন একটি পাখির দিকে মনোযোগ দিতে গিয়ে তার বিভিন্ন অংশ যেমন – পালক, রং, ডাক প্রভৃতির প্রতি মনোযোগ হতে পারি। আবার এই বিভিন্ন দিকগুলো সংযুক্ত করে সামগ্রিক রূপটি ফুটে ওঠে। অর্থাৎ পাখিটি কি তার প্রতি আমার মনোযোগ দিয়ে থাকি।
১২ ধারাবাহিক প্রক্রিয়া
মনোযোগ হল একটি ধারাবাহিক প্রক্রিয়া। কতগুলি বস্তু বা সংখ্যার প্রতি একসঙ্গে মনোযোগী হলে বিষয়গুলি ধারাবাহিকভাবে এবং ঐক্যবদ্ধভাবে দেখা সম্ভব হয়।
অর্থাৎ মনোযোগ হল একটি উদ্দেশ্য নির্ভর, পরিবর্তনশীল, নির্বাচন ধর্মী, উদ্দীপক নির্ভর, বিশ্লেষণধর্মী, ধারাবাহিক কেন্দ্রানুগ প্রক্রিয়া।