বার্থোন্ড লোয়েনফিল্ডের দৃষ্টিহীন শিশুদের শ্রেণিবিভাগ
মনোবিজ্ঞানী বার্থোন্ড লোয়েনফিল্ড দৃষ্টিহীন শিশুদের চারটি শ্রেণিতে ভাগ করেছেন一
(১) জন্মগতভাবে সম্পূর্ণ অন্ধত্ব : যেসব শিশু জন্মগতভাবে বা পাঁচ বছর বয়সের পূর্বেই সম্পূর্ণ দৃষ্টিহীন, তাদের বলা হয় জন্মগতভাবে সম্পূর্ণ অন্ধত্ব (Congenitally Complete Blindness)।
(২) জন্মের পাঁচ বছর পর অর্জিত অন্ধত্ব: যেসব শিশু পাঁচ বছর বয়সের পর কোন কারণে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের বলা হয়। অর্জিত অন্ধত্ব (Acquired Blindness)। এদের মানসিক বৈশিষ্ট্য প্রথম শ্রেণির দৃষ্টিহীনদের থেকে সম্পূর্ণ আলাদা।
(৩) জন্মগতভাবে আংশিক অন্ধত্ব: জন্মগতভাবে যেসব শিশু আংশিক অন্ধ তাদের বলা হয় জন্মগতভাবে আংশিক অন্ধত্ব (Congenitally Partial Blindness) I এরা একমাত্র বড়ো হরফে ছাপানো বই পড়তে পারে।
(৪) অর্জিত আংশিক অন্ধত্ব: যে-সমস্ত শিশু জন্মগতভাবে স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল, কিন্তু পরবর্তীকালে আকস্মিক কোনো দুর্ঘটনা বা রোগ ব্যাধির কারণে আংশিক ভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের বলা হয় অর্জিত আংশিক অন্ধত্ব (Acquired Partial Blindness)।