ভূমিকা
সৌরভ গঙ্গোপাধ্যায় (জন্ম ৮ জুলাই, ১৯৭২) একজন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বাঁ হাতি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় অদ্যবধই ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন। তার অধিনায়কত্বে ভারত ৪৯ টি টেস্ট ম্যাচের মধ্যে ২১ টি ম্যাচ জয়লাভ করে। ২০০৩ খ্রিস্টাব্দে ক্রিকেট বিশ্বকাপ তার অধিনায়কত্বে ভারত ফাইনালে পৌঁছে যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায় কেবল একজন আগ্রাসী মনোভাবপন্ন অধিনায়কই ছিলেন না, তার অধীনে যে সকল তরুণ ক্রিকেটাররা খেলতেন, তাদের ক্যারিয়ারের উন্নতিকল্পে তিনি প্রভুত সহায়তা করতেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ও সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিএস খ্যাতিসম্পন্ন ক্রিকেটার। একদিনের ক্রিকেটে তার মোট রান সংখ্যা ১১ হাজার এরও বেশি। নাট্যওয়েস্ট যেটা বা আগ্রাসী অধিনায়কত্ব দিয়ে স্টিভ ওয়া-র অপতিরোধ্য অস্ট্রেলিয়ার পতন বা জয়ের জন্য সবকিছুকেই বাজি রাখার দৃঢ়তায় দীক্ষিত করেছিলেন ভারতীয় দলকে। ভারতীয় দলকে টিম ইন্ডিয়া করে তোলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর