বায়োস্কোপের প্রথম প্রদর্শনী
লুমিয়ের কোম্পানির এক চিত্রগ্রাহক ৭ জুলাই, ১৮৯৬ খ্রিস্টাব্দে মুম্বাইয়ের ওয়াটসন হোটেলে ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্র প্রদর্শন টি দেখান। তখন চলচ্চিত্রকে বায়োস্কোপ বলা হত। এ প্রদর্শনটির টিকিটের মূল্য ছিল মাথাপিছু এক টাকা। এক টাকা তখন মহার্ঘ হওয়ার প্রথম প্রদর্শনীর পর মুম্বাই শহরে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জন্য সস্তায় বায়োস্কোপ প্রদর্শনী শুরু হয়।
বায়োস্কোপ প্রদর্শনের ইতিহাস
সেন্ট জেভিয়ার্স কলেজের ডিরেক্টর ফাদার ইউজিন লাঁফো ১৮৩৭-১৯০৮ খ্রিস্টাব্দে তার বক্তৃতার সময় ম্যাজিক লন্ঠন ও বায়োস্কোপ ব্যবহার করতেন। ১৮৯৬ খ্রিস্টাব্দের প্রফেসর স্টিফেন্স আধুনিক বায়োস্কোপ যন্ত্র নিয়ে কলকাতায় আসেন। স্টার থিয়েটার কর্তৃপক্ষের সঙ্গে তার যোগাযোগের বাংলা বায়োস্কোপ প্রদর্শনী প্রচার ঘটে। হ্যান্ড বিল দিয়ে প্রচার করে প্রদর্শনী চলে এবং তা তুমুল জনপ্রিয় হয়। হীরালাল সেন কে ‘প্যাথে কোম্পানি’ গড়ের মাঠে তবু খাটিয়ে তাদের ছবি দেখানোর প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। কিন্তু কলকাতার দুঁদে পার্সি ব্যবসায়ী জামশেদজি ফ্রামজি ম্যাডান এই বায়োস্কোপ বাণিজ্যের মর্ম বোঝায়। ১৯০২ খ্রিস্টাব্দের ম্যাডন ময়দানের তাবুতে বায়োস্কোপ দেখান। সেই থেকে বাংলায় নিয়মিত বায়োস্কোপ প্রদর্শন শুরু হয়।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর