আভিজাত্য
মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে কলকাতার একটি ‘বড়োবাড়ি’র আভিজাত্যের প্রকাশ ঘটেছে। বাড়ির কর্তার দূরদর্শিতার কারণে তাদের- “18 খানা দেবত্র বাড়ি আর বাধা অঞ্চলে অসাগর জমি”। তাদের বাড়িতে দোলে দোলে সাজানো থাকে রকমারি চাল। বাড়ির ছেলেরা আসল 11 টার আগে ঘুম থেকে ওঠে না বলে তাদের চাকরি করা হয়ে ওঠেনি। বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ভাত রান্না হয় ঝিঙেশাল চালের, “রামশাল চালের ভাত মাছের সঙ্গে। গরম বাবু কনকপানি চাল ছাড়া খান না, মেজো আর ছোটর জন্য বারো মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝি জন্য মোটা সাপটা চাল।
আড়ম্বর
বাড়ির কর্তার লিভার ক্যান্সার ধরা পড়লে তার আরোগ্যের জন্য আয়োজন করা হয় হোম যজ্ঞের। বেল, কেওড়া, অসত্য, বট, তেতুল গাছের কাট কাট হয় আধ মন করে। আনা হয় কালো বিড়ালের লোম ও শ্মশানের বালি। মৃত্যু পথযাত্রীকর্তার স্ত্রীর জন্য নানারকম মাছের পথ রান্না করা হয়। কদিন ধরেই বড় ইলিশ, ডিম ভরা ট্যাংরা, পোনার পেট, চিতলের কোল, বড় ভেটকি মাছ রান্নার ধুম পড়ে যায়।
বিলাস-বৈভব
বড় কর্তার মৃত্যুর পর সৎকারের জন্য আসে বোম্বাই খাট, দই, ফুল, ধুতি, কীর্তনের দল। মৃত্যুর পর পেশাদারী দক্ষ সভা বাহকদের কাঁধে বোম্বাই খাদ্যে শুয়ে বুড়োকর্তার রাজকীয় শোভাযাত্রায় ধনিকশ্রেণীর শৌখিন বিলাসবৈভাবে রূপটি ধরা পড়ে। যাদও উপসী উচ্ছব খাওয়ানোর ক্ষেত্রে বা তার অশৌচের ভাত চুরির ঘটনায় তাদের আভিজাত্যের বিশেষ পরিচয় পাওয়া যায়নি।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?