পরিচয়
মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে বাসিনী অপ্রধান চরিত্র হলেও তার মাধ্যমে কর্তার চরিত্রের প্রকাশ ঘটে। বাধা অঞ্চলের বাসিন্দা উচ্ছব নাইয়ার গ্রাম সম্পর্কে বোন ছিল বাসিনী। বড় বাড়ির পরিচরিকা বাসিনিই বন্যার কবলে সর্বস্বান্ত উচ্ছব যজ্ঞের কার্ড কাটার জন্য বড় বাড়িতে নিয়ে এসেছিল।।
মানবিকতা
সহানুভূতিশীল ও মানবিক বাসিনী নিশ্চয়ই কাজের সুযোগ পেয়েও শহুরে বিলাসিতা দেখে অমানবিক হয়ে ওঠেনি। মানবিকের হৃদয়হীন আবরণ এসে ক্রোধ প্রকাশ করেছে। নিরন্ন উচ্ছব না খাইয়ে, তাকে দিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করানো বাসিনীর মত নিম্নবৃত্তের মানুষের কাছেও অমানবিক মনে হয়েছে।
বিশ্বাসী ও অসহায়তা
বড় পিসিমার বিশ্বাসী লোক এই বাসিনী। পিসিমা নির্দেশে লুকিয়ে চাল বিক্রি করে। বহুকালের লোক হওয়ায় বাড়ির সমস্ত মানুষ তার চেনা। তাই বড় বাড়িতে ‘পিশাচের বাড়ি’ বলতেও তার বাঁধেনি। বন্যায় দেশ ভেসে গেলেও সে খোঁজ নিতে যেতে পা’ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?রেনি। এ তার পরাধীনতা ও অসহায়তার পরিচয়ক।
বাস্তববাদী চরিত্র
বাসিনি একটা বাস্তববাদী চরিত্র। গ্রাম্যমস্তকতার মানুষ বাসিনি বুড়োকর্তার ‘খাস ঝি’ সম্পর্কে তার বহুদিনের সঞ্চিত ক্রোধ প্রকাশ করেছেন সংলাপে।
কুসংস্কার গ্রস্ত
আবার, অশিক্ষিত মানুষ বাসিনি মন্ত্র তন্ত্রের, সংস্কারে বিশ্বাসী। একদিকে যে যোগ্য গুণের ৮২ বছরের বুড়োকর্তার আয়ু বৃদ্ধিতে অবিশ্বাসী, অন্যদিকে পুরো কর্তার মৃত্যুতেও অশৌচগ্রস্ত ভাত নিয়ে উচ্ছবের পালানোর দেখে ভীতসন্ত্রস্ত মেটানোর উপর, চরিত্রটি অত্যন্ত বাস্তবগুনসম্পন্ন।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?