বিশ্ব সাঁতারের ইতিহাসে মিহির সেনের কৃতিত্ব আলোচনা করো?

মিরসেন ১৯৩০ ও ১৯৯৭ খ্রিস্টাব্দে একজন বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তরণবিদ যিনি প্রথম ভারতীয় হিসাবে ১৯৫৮ খ্রিস্টাব্দে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন। গিনেস বিশ্ব রেকর্ড বইতে ১৯৬৯ খ্রিস্টাব্দে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দ্রুতগামী সাতুরে হিসাবে আখ্যায়িত করা হয়েছিল।

কৃতিত্ব

ডাক্তার রমেশচন্দ্র সেন ও লীলাবতীর সন্তান মিহির সেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় জন্মগ্রহণ করলেও আট বছর বয়সে কটকে চলে যান। উৎকল বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক হয়ে উড়িষ্যার তদানী তন্ত্র মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের আর্থিক সহায়তায় বিলেতগামী জাহাজের রওনা হন। লন্ডনে গিয়ে তিনি রেলওয়ে স্টেশন নৈশ কুলির কাজ করতেন। ভারতীয় হাই কমিশনের ইন্ডিয়া হাউসে যোগাযোগ হওয়ার পর ‘লিংকনহ ইন’-এ তার ব্যারিস্টারি পড়া শুরু হয়।

সারাদিন ইন্ডিয়া হাউসে কাজ করতেন ও রাত্রে পড়াশুনা করতেন। স্থানীয় একটি পত্রিকায় আমেরিকান সাতুরে ফ্লোলেন্স চ্যাটউইকের সাক্ষাৎকার পড়ার পর তিনি ইংলিশ চ্যানেল পার করার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেন। যদিও এর আগে দীর্ঘ সাতারের অভিজ্ঞতা ছিল না। কিছুদিন প্রশিক্ষণের পর তিনি ফ্রি স্টাইল সাঁতারের দুঃখ হয়ে ওঠেন। কয়েকবার চেষ্টার পর ২৭ সেপ্টেম্বর, ১৯৫৮ খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চেলেন অতিক্রম করেন। সময়ের হিসেবে তার এই সাঁতার কৃতিত্ব ছিল বিশ্বের চতুর্থ দ্রুততম।

মির সেন ১৯৬৯ খ্রিস্টাব্দে পদ্মশ্রী ১৯৬৯ খ্রিস্টাব্দে পদ্মভূষণ এবং ব্লিটজ নেহরু ট্রফি পান। তিনি এলজাইমার্স ও পারকিসন রোগে আক্রান্ত হয়ে হাজার ১৯৯৭ খ্রিস্টাব্দের জুন মাসে মারা যান।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment