‘বাদা-র অর্থ
‘বাদা’ কথাটির অর্থ জঙ্গলময় নিচু জায়গা। নিচু জলা জমিতে ধান চাষ হয়। ‘ভাত’ গল্পে মহাশ্বেতা দেবী আবাদি জমিকে ‘বাদা’ বলে উল্লেখ করেছেন।
কারণ
মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে উচ্ছব সুন্দরবনের বাদা অঞ্চলের বাসিন্দা। মনিবের জমিতে ধান মোরগ লাগা থেকে তার অভুক্ত থাকার সূত্রপাত। এক ঝড় জলে রাতে তার গোটা পরিবার মাতলা নদীতে তলিয়ে যায়। দীর্ঘদিনের অনাহারা ও বউ ছেলেমেয়ে হারানোর শোকে মানুষ উচ্ছব ‘প্রেতে’ পরিণত হয়। গরীব অনিশ্চয়তা ও দুঃখ দুর্দশা ভরা জীবনে হাত থেকে বাঁচতে উচ্ছব কলকাতার জৈনক বড় বাড়িতে আশ্রয় নেয়। বাড়ির মারণাপন্ন বৃদ্ধ কর্তা মশাই কে বাঁচাতে তান্ত্রিক হোমযোগ্য করেছেন, আর উচ্ছব নিজের প্রাণটুকু বাঁচাতে ‘ভাতের হুতাশে’ আড়াই মন কাঠ কাঠে। উচ্ছব জানতে পারে বড় বাড়িতে রোজ ঝিঙেশালা, রামশাল, কনকপানি, পদ্মজালি, মোটা শার্টটা এই পাঁচ প্রকারের চালের ভাত রান্না হয়। এমনকি তারা সেই চাল সকলেই অজান্তেই বিক্রি করে উপার্জনও করে। ৮২ বছরের বৃদ্ধ কে বাঁচানোর জন্য হোম যজ্ঞের বিপুল আয়োজন, ডোলে ডোলে সাজানো চাল, নানা রকমের মাছ, অফুরন্ত সম্পত্তি, সে যে বাদার দৌলতে তা বুঝতে উচ্ছবের অসুবিধা হয় না। মনে পড়ে তাদের আধপেটা, সিকিপেটা উপোসের কথা, না খেতে পাওয়া বউ ছেলেমেয়ের অসহায় করুন মুখ। প্রকৃতির উপর নির্ভরশীল অসহায় জীবন থেকে মুক্তি পেতে, বেঁচে থাকার প্রধান শর্ত খাবারের জন্য উচ্ছব চেয়েছে বাদার খোঁজ পেতে। অবশ্য সে শুধু নিজের জন্যই ফসল ভরা বাদার খোঁজ পেতে চাইনা। তার মত দিন-দরিদ্র অভুক্ত মানুষদের ও সন্ধান দেবে সে সেই বাদাথ, সেখানে ধনী হতেই সমস্ত সুখ আবদ্ধ থাকে না। দুঃখী মানুষরাও মাথা উঁচু করে, ভরপেট খেয়ে বেঁচে থাকতে পারে।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?