বাঙালি ক্রীড়া ঐতিহ্য ফুটবলের সূত্রপাত কিভাবে হয়েছিল? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িয়ে আছে? বাংলার ফুটবলের কোন ঘটনা, কিভাবে ভারতে জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল?

ফুটবলের সূত্রপাত

ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমল থেকেই বাংলার ফুটবল প্রচলিত হয়। ময়দানে প্রথম ফুটবল খেলার নথি পাওয়া যায় এপ্রিল ১৮৫৮ খ্রিস্টাব্দে। ১৮৫০ খ্রিস্টাব্দে থেকে বাঙালি উদ্বেগে ওয়েলিংটন, শোভা বাজার, কামারটুলি, মোহনবাগান, এরিয়ানস, মহামেডান, ইত্যাদি ক্লাব গড়ে ওঠে।

ফুটবল ব্যক্তিত্ব

এই পর্বের ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে ফুটবলকে ব্রিটিশদের খেলা থেকে বাঙ্গালীদের প্রিয়তম খেলার রূপান্তরের কারিগরের নাম—তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।

উজ্জীবন কারীঘটনা

পরাধীন ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে একসময় জড়িয়ে পড়ে বাংলার ফুটবল খেলাও। সে ঘটনা ঘটে আইএফএ শিল্ডকে কেন্দ্র করে। ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড যেতে ইস্ট ইয়ার্ক কোম্পানিকে হারিয়ে। এই প্রতিযোগিতায় ১১ জন বাঙালি খেলোয়াড়ের অসীম সাহসিকতা, অসামান্য ক্রীড়া নৈপুণ্য, খালি পায়ে বুটের বিরুদ্ধে খেলা কলকাতা তথা ভারতবাসীকে উজ্জীবিত করেছিল। শিবদাস ভাদুড়ি, বিজয় লাল ভারতীয় প্রমুখের এই নাছোড়বান্দা মনোভাব ও জয় সাধারন এর মনে এই বিশ্বাস জন্ম দেয় যে, তাহলে তারাও পারবে। পরাধীন ভারতবর্ষের মুক্তি সংগ্রামে অন্যতম প্রেরণা হয়ে ওঠে এই ঘটনা। এই ঐতিহাসিক জয় ইংরেজদের বিরুদ্ধে জয়ের সূত্রপাত বলে মনে করা হয়ে থাকে। জাতীয়তাবাদী আন্দোলনে এই জয় এনে দেয় এক নতুন মাত্রা।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment