বাঙালি ক্রিকেটার এস এন ব্যানার্জীর কৃতিত্ব আলোচনা করো?

কৃতিত্ব

এস এন‌ ব্যানার্জি (৩ অক্টোবর, ১৯১১) ছিলেন ডান হাতি ফাস্ট বোলার এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান। অসমান নো বোলিং প্রতিভা সম্পন্ন এস এন ব্যানার্জি ১৯৩৬, ও ১৯৪৬ খ্রিস্টাব্দে ভারতীয় দলের সুযোগ পান এবং ইংল্যান্ড সফরে যান। ইংল্যান্ডের স্যারের সঙ্গে খেলার শেষ উইকেট জুড়তেই সারভাতে ও এস এন বা শুঁটে ব্যানার্জি ২৪৯ রানে পার্ঠনারশিপ গড়েন। শুঁটে ব্যানার্জি করেন ১২১ রান। ১৯৪৮ খ্রিস্টাব্দে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টের দুই ইনিংসে ১২৭ রান দিয়ে তিন চার উইকেট পান। ১৯৩৫ ও ৩৬ খ্রিস্টাব্দে বাংলার হয়ে রনজি খেললেও ১৯৩৭ ও ৪২ খ্রিস্টাব্দে নবনগরের হয়ে খেলে। রনজিতে নব-নগরের থাকাকালীন জীবনের সেরা বোলিং পারফরম্যান্স করেন তিনি। মহারাষ্ট্রের বিরুদ্ধে ২৫ রানও ৮ উইকেট এখনো ভারতীয় সেরা বোলিংগুলির একটি।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment