কৃতিত্ব
এস এন ব্যানার্জি (৩ অক্টোবর, ১৯১১) ছিলেন ডান হাতি ফাস্ট বোলার এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান। অসমান নো বোলিং প্রতিভা সম্পন্ন এস এন ব্যানার্জি ১৯৩৬, ও ১৯৪৬ খ্রিস্টাব্দে ভারতীয় দলের সুযোগ পান এবং ইংল্যান্ড সফরে যান। ইংল্যান্ডের স্যারের সঙ্গে খেলার শেষ উইকেট জুড়তেই সারভাতে ও এস এন বা শুঁটে ব্যানার্জি ২৪৯ রানে পার্ঠনারশিপ গড়েন। শুঁটে ব্যানার্জি করেন ১২১ রান। ১৯৪৮ খ্রিস্টাব্দে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টের দুই ইনিংসে ১২৭ রান দিয়ে তিন চার উইকেট পান। ১৯৩৫ ও ৩৬ খ্রিস্টাব্দে বাংলার হয়ে রনজি খেললেও ১৯৩৭ ও ৪২ খ্রিস্টাব্দে নবনগরের হয়ে খেলে। রনজিতে নব-নগরের থাকাকালীন জীবনের সেরা বোলিং পারফরম্যান্স করেন তিনি। মহারাষ্ট্রের বিরুদ্ধে ২৫ রানও ৮ উইকেট এখনো ভারতীয় সেরা বোলিংগুলির একটি।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর