বাঙালির ম্যাজিক চর্চায় গণপতি চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো?

কৃতিত্ব

প্রফেসর বসের সার্কাস দলের একজন অন্যতম প্রধান আকর্ষণীয় মানুষ ছিলেন গণপতি চক্রবর্তী (১৮৫৮-১৯৩৯)। শৈশব থেকে গুপ্ত তন্ত্র মন্ত্র, ঝাড়ফুক, নানা রোগের অলৌকিক চিকিৎসার প্রতি উৎসাহে তিনি বাড়ি ছেড়ে বিচিত্র অভিজ্ঞতায় পারঙ্গম হয়ে উঠতে পেরেছেন। ‘ইলিউশন’, ‘ইলিউশন বক্স’, ‘কংস কারাগার’ প্রভৃতি খেলা গুলিতে তিনি সর্বাধিক খ্যাতি লাভ করে। আর তার এই সময়ের যাদু-প্রদর্শনের অন্যতম সঙ্গিনী ছিলেন সহধর্মিনী হিঙ্গলবালা। পরবর্তী সময়ে তিনি নিজেই একটি দল গঠন করেন ও সারা ভারতবর্ষব্যাপী খেলা দেখে বিপুল খ্যাতি অর্জন করেন। বাংলাদেশের আধুনিক ম্যাজিকের জন গণপতি চক্রবর্তী যাদুবিদ্যা নামে একটি অভিজ্ঞতা প্রস্তুত বই ও রচনা করেন, যা আজও যাদুবিদ্যা তথা সংবলতি প্রামাণ্য পুস্তক রূপে খ্যাত।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment