ভারতীয় ফুটবল চর্চার ইতিহাসে নগেন্দ্রপ্রসাদ সর্বধিকারী এমন এক নক্ষত্র, যার কথা চিরকালীন স্মরণীয়। ১৮৭৭ খ্রিস্টাব্দে শীতের ভোরে বালক নগেন্দ্র প্রসাদের গঙ্গার পাড়ে ইংরেজদের তৈরি গোলাকার বস্তুকে লাথি মেরে সূচনা করেন প্রথম ফুটবল খেলা।
কৃতিত্ব
পাকাপাকি ভাবে নগেন্দ্র প্রসাদ ফুটবল খেলতে শুরু করেন হেয়ার স্কুলে পড়ার সময় থেকে। সেন্টার ফরোয়ার্ডে খেলা নগেন্দ্র প্রসাদ প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই গড়ে তোলেন ফুটবল দল।
তার সর্বোত্তম কৃতিত্বের দাবিদার ১৮৮৭ খ্রিস্টাব্দে গড়ে ওঠা শোভা বাজার ক্লাব। এই ক্লাবে নগেন্দ্র প্রসাদের প্রচেষ্টায় স্টেডস কাপে অংশ নেয় ও ইস্টশায়ারকে পরাজিত করে। ১৮৯৩ খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড প্রতিযোগিতায় শোভা বাজার ক্লাব অংশগ্রহণ করে। ৮৯২ খ্রিস্টাব্দের শোভা বাজার ক্লাব সমস্ত ইউরোপীয় ক্লাবকে পরাজিত করে স্টেডস কাপ জয় করেন। তিনি প্রথম বাঙালি যিনি গড়েন মাঠের তাঁবু খাটিয়েছিলেন।
অন্যান্য ক্ষেত্র
ফুটবল খেলা ছাড়া রাখবি ও ক্রিকেট খেলাতেও তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বাঙালি যুবকদের নিয়ে প্রথম রাগবি দল তিনি তৈরি করেন। হ্যারিসন শিল্ড ক্রিকেটে শুরু করেন তিনি। বাঙালি হলেও বুট পড়ে খেলতেন তিনি। দর্শক ও খেলোয়ারদের কাছে তিনি হুজুর নামে পরিচিত ছিলেন। ১৮৭৭-১৯০২ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রায় ৭০০ টি ম্যাচ খেলেন। ফুটবল নামের বিদেশি খেলাকে বাঙালির ফুটবল করে তোলার জাদুকর নগেন্দ্র প্রসাদ।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর