বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে শুটিং ও তীরন্দাজির গুরুত্ব আলোচনা করো?

শুটিং-এর গুরুত্ব

শুটিং আধুনিক গ্রীষ্মের ক্রীড়া সংস্কৃতির জনপ্রিয় ক্রীড়া। বাংলা এর চর্চা আগে তেমন প্রবল না হলেও বর্তমানে খেলা জনপ্রিয় হয়ে ওঠে। অবশ্য ব্যয়বহুলতা এ খেলায় সর্বজনীন হওয়ায় আন্তরায়। বাংলার সোমা দত্ত, জয়দীপ কর্মকার, কুহেলি গঙ্গোপাধ্যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্যুটার। জয়দীপ অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন।

তীরন্দাজির গুরুত্ব

তীরন্দাজি ভারতের প্রাচীন ঐতিহ্যশালী ক্রিড়া। বাংলার সাইকমপ্লেক্স আধুনিক ভারতের তীরন্দাজির আঁতুড় ঘর। ব্যয়বহুল বলে খেলায় সর্বজনীন অংশগ্রহণ কম। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই বাঙালি ভাই বোন দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায় বিশেষ স্বীকৃতি লাভ করেছে। অলিম্পিক, এশিয়ারট ও বিশ্ব তীরন্দাজি প্রতিযোগিতায় অনেক পদক এনে দেওয়াই ভাই-বোন স্বাভাবিকভাবেই ‘অর্জুন’ পুরস্কারে সম্মানিত।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment