অবদান
ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি শরৎকুমার মিত্র ৮৬ নং গ্রে স্ট্রিটের াড়িতে প্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয় ইংল্যান্ড থেকে র্যাকেট ও কর্ক আনিয়ে। ১৯০৪ খ্রিস্টাব্দে তৈরি হয় ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব এই বাড়িতে। ভারতের সবচেয়ে প্রাচীন এই ক্লাব ১৯০৯ খ্রিস্টাব্দে থেকে ক্যালকাটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করে। ১৯১২ ১৯১৩ খ্রিস্টাব্দে খেলার সর্বজনীন জনপ্রিয়তার উদ্দেশ্যে তারা ছোটদের সিঙ্গেলস ও ডাবলস প্রতিযোগিতা শুরু করেন। দ্রুত জনপ্রিয় হওয়ার ১৯১০ খ্রিস্টাব্দে থেকে সাধারণ মানুষও এতে যোগ দিতে থাকেন। ১৯১৫ ও ১৬ খ্রিস্টাব্দে মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় ১০০ ব্যাডমিন্টন ক্লাব তৈরি হয়।
১৯৪৮ খ্রিস্টাব্দে বাংলার সমস্ত ক্লাব একত্র করে ‘অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন’ তৈরি হয়। বাংলা সুকুমার মিত্র, বি সি মল্লিক, এস সেন, এ এন দে প্রমুখের কর্মোদ্যম ও অক্লান্ত প্রচেষ্টায় অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন গঠন ১৯৩৫ খ্রিস্টাব্দে তাকে আন্তর্জাতিক ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্তির ছিল। আহিরিটোল, ক্যালকাটা নর্থ, এন্টালি ইউনাইটেড, অলিম্পিক ইত্যাদি ক্লাবগুলো বাঙালির ব্যাডমিন্টনের আঁতুড় ঘর হয়ে ওঠে। ১৯৯১ ও ১৯৫২ খ্রিস্টাব্দে ভারতীয় দলের টমাস কাক অভিযানে সদস্য ছিলেন মনোজ গুহ, গজনন হেমাডি, ব্যাডমিন্টনে বিশ্বখ্যাত বাঙালি সুদীপ ঘোষ ও মধুমিতা গোস্বামী।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর