বাঙালির ক্রীড়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে প্রত্যেক ধরনের খেলার নাম উল্লেখ কর? অথবা কার লেখা, কোন গ্রন্থ থেকে মূলত বাঙালির ক্রীড়া সংস্কৃতির পরিচয় পাওয়া যায়? এই গ্রন্থের প্রাপ্ত বাঙালির আদি কিরে সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচয় দাও?

বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারা প্রাচীন এবং সমৃদ্ধ। মূলত সাহিত্যের সূত্রে বাঙালির ক্রীড়া সংস্কৃতির আদি রূপের পরিচয় জানা যায়।। সেই সূত্র ধরে নীহাররঞ্জন প্রায় বাঙালির ইতিহাস গ্রন্থে বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির আদি রূপের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন।

পরিচয়

প্রাচীন ও মধ্যযুগের বাঙালি সমাজে প্রচলিত ছিল মৃগয়া বা শিকার মুঘল যুদ্ধ বা কুস্তি, দ্যূত ক্রীড়া, বা পাশা খেলো, দাবা খেলা ইত্যাদ। নারীদের মধ্যে জনপ্রিয়া এবং উদ্যান রচনা ছিল জনপ্রিয়। আধুনিক যুগে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি বিদেশি খেলার যখন প্রচলন হয়নি তখন বাঙালিরা দেশে এবং লোকজ বিভিন্ন কীরাই বিনোদন খুঁজে নিয়েছিল। বিভিন্ন পালা ও পার্বণ কে কেন্দ্র করে নানা ধরনের খেলা প্রচলিত ছিল। দৈনন্দিন জীবনে ও নানা ধরনের খেলার প্রচলন ছিল। কুস্তি, শরীরচর্চা ছাড়াও ডাংগুলি, দড়ি খেলা, জোর- বিজর, গরু-মহিষ লড়াই, বলি, মহরমের লাঠি ও তোলোয়ার খেলা ছিল উল্লেখযোগ্য। নৌকাবাইচ, গোল্লাছুট, দাঁড়িয়া বান্ধা, করি খেলা, কানামাছি, লুকোচুরি, বাঘ বন্দি, রুমাল চুরি, মোরগের লড়াই, ষাঁড়ের লড়াই, ঘুড়ি ওড়ানো, এক্কাদোক্কা, এলাটিং বেলাটিং, হাডুডু ইত্যাদি নানা ধরনের লোক্য ক্রিয়া বাঙ্গালীর ক্রীড়া সংস্কৃতির অঙ্গ

বিভিন্ন ধরনের খেলা

আধুনিক যুগে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, যোগ ব্যায়াম, অ্যাথলেটিক্স, সাঁতার, কাবাডি, দাবা, টেবিল টেনিস, লন টেনিস, তীরন্দাজি, বাইচ, ম্যাজিক, সার্কাস প্রভৃতি খেলার বাঙালির অংশগ্রহণ ও সাফল্য তার ক্রীড়া সংস্কৃতিকে ক্রমোন্নতির।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment