বাঙালির ক্রিকেট সংক্ষিপ্ত পরিচয় দাও?

ক্রিকেটের সংস্কৃত

১৯১০ খ্রিস্টাব্দে কলকাতায় নাটোরের মহারাজা বাগান বাড়িতে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে উদ্মাদনা দেখা দেয়। বাংলার প্রথম রনজি ট্রফি যেতে ১৯৩৯ খ্রিস্টাব্দে। কলকাতার ক্রিকেট ক্লাবের চেষ্টায় এই খেলা বাংলার সমাজ জীবনে। এই ক্লাবের উদ্যোগেই কলকাতার ‘ইডেন গার্ডেন্স’ তৈরি হয়। এই শহর এবং এই স্টেডিয়াম ‘টেস্ট ক্রিকেট’ খেলার বিখ্যাত কেন্দ্র। ক্রিকেটের অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে‌ (সিএবি) আজ ক্রিকেট পরিচালনার এবং প্রসারের অগ্রনী সংস্থা।

সেরা বাঙালির খেলোয়াড়ের তালিকায় রয়েছে -পুঁটু চৌধুরী, শুঁটে ব্যানার্জি, পঙ্কজ রায়, প্রবীর সেন, নির্মল চট্টোপাধ্যায়, কমল ভট্টাচার্য, কার্তিক বসু, গোপাল বসু, শ্যামসুন্দর মিত্র, সম্বরণ ব্যানার্জি, অরুণ লাল, উৎপল কোন চ্যাটার্জি, অশোক দিন্দা, মনোজ তিওয়ারি। তবে ক্রিকেটার হিসাবে বাঙালি সমাজে আজও তবে ক্রিকেটার হিসাবে বাঙালি সমাজে আজও সৌরভ গঙ্গোপাধ্যায় সবচেয়ে জনপ্রিয়। তিনি সর্বপ্রথম ভারতের সব প্রদেশের ক্রিকেটারদের একত্রিত করে ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বজয়ের মন্ত্রে উদ্দীপিত করেন।

সমস্ত দেশের সঙ্গে বাঙালিরা ও টেস্ট ক্রিকেট, ওয়ান ডে-র যুগ পেরিয়ে বর্তমানে টি-টোয়েন্টির নেশায় মুখগুল। জেল থেকে স্কুল সিএবি লীগের গণ্ডি ছাড়িয়ে পড়া ক্রিকেট ও তার উন্মাদনা ছড়িয়ে পড়েছে। ক্রিকেট কোচিং ক্যাম্প সৌরভ, শচীন, ধনী-কোহলি হওয়ার স্বপ্ন বাংলার কিশোর তথা তরুণদের একান্ত নিজস্ব।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment