বাংলা চলচ্চিত্রের জনক
বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। প্রফেসর স্টিফেন্সের প্রদর্শনী দেখে ঢাকা মানিকগঞ্জের দুই ভাই হীরালাল ও মতিলাল অনুপ্রাণিত হন চলচ্চিত্র নির্মাণে। বিদেশিদের পরাজিত করে তারা ইতিমধ্যেই লোকচিত্রের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছেন। হীরালাল ১৮৬৬-১৯১৭ খ্রিস্টাব্দে কলেজে শিক্ষা গ্রহণ পর্ব থেকেই চলমান চিত্র বা চলচ্চিত্রে নির্মাণে উৎসাহী ছিলেন। তাকে ভারতের আদি চলচ্চিত্রকারদের মধ্যে একজন গণ্য করা হয়।
হীরালাল সেনের অবদান
বিদেশিদের অনুসরণে প্রাথমিকভাবে ইচ্ছাপূরণে ব্যর্থ হলেও অদম্য হীরালাল ৪ এপ্রিল, ১৮৯৮ খ্রিস্টাব্দে কলকাতার ক্লাসিক থিয়েটারে ছবি দেখান এবং ‘রিয়্যাল বাইস্কোপ কোম্পানি’ গড়ে তোলেন। ১৯১৩ খ্রিস্টাব্দে তার ভাই মতিলাল সেনের বাড়িতে রাখা তার তৈরি সব চলচ্চিত্র ও নথি আগুনে পুড়ে যায়। তার তৈরি কোন ছবি আজ পর্যন্ত পাওয়া যায়নি। হীরালাল সিম চলচ্চিত্র নির্মাণে স্বপ্ন দেখতেন বলেই চলচ্চিত্র ব্যবসার আন্তর্জাতিক প্রস্তাব তিনি গ্রহণ করেন নি। হীরালাল সেন নাটকের খন্ড চিত্র (‘সীতারাম’, ‘মৃণালিনী’ , ‘আলিবাব’, ‘সরলা’, ‘ভ্রমর’, ‘বুদ্ধদেব’, ‘দুটি প্রাণ’, ‘সুরেন্দ্রনাথের শোভাযাত্রা’, ‘পঞ্চম জর্জের দিল্লি আগমন’ ইত্যাদি)। তথ্যচিত্র (‘চিতপুর রোড’, ‘ধলেশ্বরী নদীতে স্নান’, ‘মল্লিক বাড়ির বিয়ে’ ইত্যাদি) এবং ‘আলিবাবা অ্যান্ড ফর্টি থিভস’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি করেন।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর