বাংলার চলচ্চিত্র প্রচলন ইতিহাসের রূপরেখাটি নির্দেশন করো?

চলচ্চিত্রের প্রচলনের ইতিহাস

৭ জুলাই, ১৮৯৬ খ্রিস্টাব্দে মুম্বাইয়ের ওয়াটসন হোটেলে লুমিরের ভাইয়ের ছবি দিয়ে ভারতীয় চলচ্চিত্র সূচনা হয়। নতুন শতকের প্রথমেই হীরালাল সেনের হাত ধরে বাংলায় চলচ্চিত্রের সূচনা হয়। হীরালাল সেন বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের ছবি, নাটকের খন্ড চিত্র, কাহিনী চিত্র নির্মাণ করেন এগুলোই বাংলার প্রথম চলচ্চিত্রের মর্যাদা পায়। এরপর জামশেদজি ফ্রামজি ম্যাডানের বায়োস্কোপ চলচ্চিত্রের প্রসার ঘটে এবং জনপ্রিয় মধ্যমরূপে চলচ্চিত্র কে প্রতিষ্ঠা দেয়। বাংলা চলচ্চিত্র ‘বিল্বমঙ্গল ১৯১৯ খ্রিস্টাব্দে তৈরি হয় তাদের উদ্যোগে।

১৯২০-1922 খ্রিস্টাব্দে তিনি ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী (ডি.জি) হিমাংশু রায় ও দেবিকা রানির সাহায্যে কিছু স্বল্পদৈর্ঘ্যের কাহিনী চিত্র তৈরি করেন। ১১ই এপ্রি ল 1931 খ্রিস্টাব্দে প্রথম বাংল সবাক ছবি ‘জামাই ষষ্ঠী’ (পরিচালক-অমর চৌধুরী) মুক্তি পেল। রবীন্দ্রনাথ সরকার, পি. এন. রায়, অমর দাস মল্লিক ১৯৩১ খ্রিস্টাব্দে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ক্র্যাফট কোম্পানি’ তৈরি করেন। দুটি নির্বাক ছবি ‘চোর কাটা’ ও ‘চাষার মেয়ে’ তৈরি করে সেই বছরই তাদের কোম্পানি বন্ধ হয়ে যায়।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment