অবদান
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় চিত্র পঙ্কজ রায়। এই প্রখ্যাত বাঙালি ডান হাতি ব্যাট সামান্য হিসেবে খেলা শুরু করেন। বাংলা থেকে খেলেই ভারতীয় দলের অধিনায়কত্ব পর্যন্ত করেন। ১৯৪৬ ও ৪৭ খ্রিস্টাব্দে প্রথম শ্রেণীর ক্রিকেট তার যাত্রা শুরু। প্রথম খেলাতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে অপরাজিত শতরান (রনজির ইতিহাসের শত রান কারি দ্বিতীয় ব্যক্তি হওয়ার গৌরব ও রেকর্ড) তাকে পরিচিত দেয়। রনজিতে তার অনেকগুলি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের কৃতিত্ব আছে।
এক খেলায় দুই ইনিংসেই শতরান, দুই বা এক মরশুমে ছয়শোর বেশি রান, গিল ক্রিকেট বোলিং-এর বিরুদ্ধে দুই ইনিংসে শতরান। রনজিতে একুশটি শত রানের অধিকারী পঙ্কজ রায় প্রথম ১৯৫১ ও ৫২ খ্রিস্টাব্দে ভারতীয় দলের সুযোগ পান। ১৯৫৩ খ্রিস্টাব্দে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিনু মানকর-পঙ্কজ রায়ের প্রথম উইকেট জুটির ৪১৩ রান আজও স্মরণীয়। পঙ্কজ রায়ের রান ছিল ১৭৩। মোট ৪৩ টি টেস্ট ম্যাচ খেলা পঙ্কজ রায় ১৯৫৯ খ্রিস্টাব্দে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের অধিনায়কত্ব করেন।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর