বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক কে ? জাদু সম্রাট পি সরকার সিনিয়রের কৃতিত্ব আলোচনা করো?

কৃতিত্ব

২৩ ফেব্রুয়ারি, ১৯১৩ খ্রিস্টাব্দে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অশোকপুর গ্রামে প্রতুল চন্দ্র সরকার (পিসি সরকার) জন্মগ্রহণ করেন। তার পরিবারের কমবেশি জাদু চর্চা ছিল। গুরু গণপতি চক্রবর্তী শীর্ষ প্রতুল চন্দ্র পরবর্তীকালে হয়ে উঠলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাদুঘর। তিনি আধুনিক ম্যাজিকের জনক রূপে পরিচিত। ১৯৩৩ খ্রিস্টাব্দে যাদু বিদ্যাকে পেশা করার পর থেকে ছয় জানুয়ারি, ১৯৭১ খ্রিস্টাব্দে জাপানের আকাইকাওয়ায় প্রদর্শনী চলার সময় পর্যন্ত তিনি ক্রমাগত বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছেন। ইন্দ্রজাল এর প্রভাবে ৭০ টি দেশে অধিবাসীকে মুগ্ধ করা প্রতুলচন্দ্রের ওয়াটার অফ ইন্ডিয়া, এক্স-রে, আই, ফ্লাই কার্পেট, চোখ বেঁধে সাইকেল চালানোর ইত্যাদি খেলা বিশ্ববাসীর হৃদয় জয় করে।

মঞ্চ ছাড়াও বিবিসি এবং দূরদর্শনের ও তিনি দ্বিজেন্দ্রলাল প্রদর্শন করেন। জাদু আস্কার ‘দা ফিনিক্স’ (১৯৪৫ ও ১৯৫৪) ছাড়াও জার্মান দেশের দা রয়াল মেডেলিয়ন,ভারতের পদ্মশ্রী ইত্যাদি অজস্র পুরস্কার তিনি লাভ করেন। বর্তমানে কলকাতায় তার নামাঙ্কিত রাস্তা এবং তারই নামে ভারত সরকারের ডাক টিকিট প্রচলিত আছে। তার পুত্ররা ও তারই মত স্বনামধন্য জাদুকর। প্রতুল চন্দ্র মনে করতেন ম্যাজিক তার সহোদর। আজ তার নাতনি, নাতি ও দ্বিজেন্দ্রলাল দেখান। সারা পৃথিবীতে ম্যাজিক শব্দের আর এক অর্থ প্রতুল চন্দ্র সরকার।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment