যজ্ঞের আয়োজন
মহাশ্বেতা দেবীর রচিত ‘ভাত’ গল্পের রচয়িতা যোগের আয়োজন ও শবযাত্রার আয়োজন বর্ণনায় বড় বাড়ির ঐভাবের চিত্র প্রকাশ পেয়েছে। আঠারো খানা দেবত্র বাড়িও বাদা অসাগর জমির মালিক ৮২ বছরের বুড়ো কর্তা লিভার ক্যান্সারের আক্রান্ত হয়ে শরণাপন্ন। ডাক্তার হাল ছেড়ে দিলে সে বাড়ির ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছেন কর্তার প্রাণ রক্ষার্থে। এই যজ্ঞের আড়ম্বর প্রচুর। বেল, কেওড়া, অশ্বণ্থ, বট, তেতুল গাছের কাঠের সমান মাপে কাটার দায়িত্ব উচ্ছবের। ভজন চক্কর গিয়েছেন কালো বিড়ালের লোম আনতে, প্রয়োজন শ্মশানের বালিও। তান্ত্রিক যোগ্য করে কর্তার প্রাণ ধরে রাখবেন তাই কঠোর নিয়ম এ যোগের। যোগ্য ছেড়ে কারো ওঠা বারণ, যোগ্য শেষ হওয়ার আগে বাড়ির লোকের খাওয়া ও নিষেধ। তান্ত্রিক “ওঁ হ্রীং, ঠং, টং ভো ভো রোগ শৃণু শৃণু” মন্ত্র পড়ে কালো বিড়ালের লোমে রোগ বেঁধে যোগ্য শুরু করে।
শবযাত্রার আয়োজন
কিন্তু এত আড়ম্বর সত্ত্বেও বুড়োকর্তার শেষ রক্ষা হয়নি, যোগ্য চলাকালীন বুড়োকর্তার মৃত্যু হয়। আর শবযাত্রার আয়োজনও ছিল বাহুল্য পুণ্য। তার মৃত্যুতে পিসিমা বিলাপ শুরু করেন। বাড়ির সামনে কয়েকটি গাড়ি ও ছোট ছোট জটলা দেখা যায়। বাড়ির সকলে ব্যস্ত হয়ে পড়ে। কীর্তন দল ডাকা হয়, খবর দেওয়া হয় আত্মীয়দের। মৃতদেহ সাজানোর জন্য ফুল চন্দন ধুতি খই আনা হয়। দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আসে পেশাদার শববাহক। বাড়িতে অনুর না জ্বালানোর কারনে রাস্তায় দোকান থেকে আত্মীয়দের জন্য চা আসে। শেষ যাত্রায় সময় এলে মেয়েরা চোখের জল ফেলতে থাকে। শেষমেষ করতাম মশাই কে বোম্বাই খাটে শুয়ে শববাহকরা শ্মশানযাত্রা করে, কীর্তন দল তাদের সঙ্গে দৌড়াতে থাকে। মৃত দেহ চলে গেলে বাড়ির মেয়েরা পিসিমার কথা মত বাড়ি শুদ্ধিকরণ এর কাজ শুরু করে, সমস্ত রান্না খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেয় পিসিমা।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?