প্রাচীন ও নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা প্রণালীর পার্থক্য
প্রাচীন প্রস্তর যুগ
- হাতিয়ারগুলি ছিল অনুন্নত এবং অল্প কয়েক রকমের, যেমন—হাত কুঠার, চাঁচনি।
- মানুষ ছিল খাদ্যসংগ্রাহক। গাছের ফলমূল সংগ্রহ এবং পশুশিকার ছিল খাদ্যের উৎস।
- প্রথমদিকে মানুষ খােলা আকাশের নীচে বসবাস করত। প্রাকৃতিক দুর্যোগে ভয় পেয়ে এরপর তারা গুহায় আশ্রয় নেয়। পাশাপাশি তারা গাছের ডাল-পালা, পশুর হাড়গােড় দিয়ে আচ্ছাদন বানিয়ে বসবাস শুরু করে।
- প্রধানত পশুর চামড়া ও গাছের ছালকে বস্ত্র হিসেবে ব্যবহার করা হত।
- খাদ্যসংগ্রাহক হিসেবে মানুষকে খাদ্য জাগাড়ের জন্য এক জায়গা থেকে আর-এক জায়গায় ঘুরে বেড়াতে হত।
- সমাজে স্পষ্ট কোনাে শ্রমবিভাজন ছিল না।
নব্য প্রস্তর যুগ
- এই যুগের হাতিয়ারগুলি ছিল মাজাঘষা করা ও ধারালাে, যেমন—পাথরের কুঠার, কাস্তে, নিড়ানি, বড়শি, বাটালি, ছুঁচ ও কুমােরের চাকা।
- মানুষ হয়ে উঠল খাদ্য-উৎপাদক। চাষ ও পশুপালন হয়ে উঠল খাদ্যের প্রধান উৎস।
- নব্য প্রস্তর যুগে মানুষ গােষ্ঠীবদ্ধভাবে নদী বা জলাশয়ের ধারে বাসগৃহ নির্মাণ করতে শুরু করে। তাদের তৈরি বাসগৃহগুলি ছিল তিনধরনের, যথা (i) স্থল বসতি, (ii) হ্রদ বসতি, (iii) গুহা বসতি।
- এ যুগে বয়নের সূত্রপাত ঘটে। মানুষ শন, পশম ও তুলাের কাপড় বুনতে শিখল।
- চাষ ও পশুপালনের ফলে মানুষের জীবনে এল খাদ্য নিরাপত্তা। এর ফলে জনসংখ্যা বাড়ল, মানুষ ক্রমশ স্থায়ীভাবে এক জায়গায় বাস করতে শুরু করল।
- এই যুগে কৃষির আবিষ্কার, মৃৎশিল্পের বিকাশ প্রভৃতি কারণে সমাজে শ্রমবিভাজন তৈরি হল|নারী ও পুরুষের কাজের ক্ষেত্রেও শ্রমবিভাজন বাড়ল। সমাজ আগের চেয়ে জটিল হয়ে উঠল।
প্রাচীন ও নব্য প্রস্তর যুগের মানুষের হাতিয়ারের পার্থক্য
প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার
- এই যুগের হাতিয়ার ছিল অনুন্নত।
- এই যুগে একই ধরনের হাতিয়ার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হত। হাতিয়ারের সংখ্যা ও বৈচিত্র্য ছিল কম।
- এই যুগের হাতিয়ারগুলি সাধারণভাবে ব্যবহার করা হত খাদ্যসংগ্রহ ও আত্মরক্ষার জন্য।
- চাকা ব্যবহারের কোনো ধারণাই এ যুগে ছিল না।
নব্য প্রস্তর যুগের হাতিয়ার
- হাতিয়ারগুলি ছিল আগের যুগের তুলনায় অনেক বেশি মাজাঘষা করা ও ধারালাে।
- এই যুগে প্রত্যেক কাজের জন্য নির্দিষ্ট ধরনের হাতিয়ার তৈরি হয়েছিল। তাই হাতিয়ারের সংখ্যা ও বৈচিত্র্য ছিল বেশি।
- এই যুগে শিকার ও আত্মরক্ষার পাশাপাশি চাষের উপযােগী ও অন্যান্য দ্রব্য উৎপাদনের জন্য হাতিয়ার তৈরি হয়েছিল।
- এই যুগে চাকার ব্যবহার শুরু হয়।
History সব প্রশ্ন উত্তর (একাদশ শ্রেণীর)