প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে পার্থক্যগুলি লেখাে।

প্রত্যক্ষণ ও ধারণার পার্থক্য

প্রত্যক্ষণ

  • সংবেদনকে কেন্দ্র করে ব্যক্তির মধ্যে যে অর্থপূর্ণ অভিজ্ঞতার সৃষ্টি হয়, তাকে প্রত্যক্ষণ বলে।
  • প্রত্যক্ষণের আলােচনার বিষয় হল কোনাে বস্তু বা ব্যক্তি।
  • প্রত্যক্ষণ সর্বদাই মূর্ত প্রকৃতির হয়।
  • প্রত্যক্ষণের উদ্দেশ্য হল বস্তু বা ব্যক্তি সম্পর্কে সার্বিক চেতনা।
  • প্রত্যক্ষণ আগে ঘটে।
  • প্রত্যক্ষণের ক্ষেত্রে পৃথক্করণের প্রক্রিয়াটি উল্লেখযােগ্য ভূমিকা পালন করে থাকে।
  • প্রত্যক্ষণ সংবেদনের ওপর নির্ভরশীল।
  • প্রত্যক্ষণে কম সময় লাগে।
  • প্রত্যক্ষণ অপেক্ষাকৃত সরল মানসিক প্রক্রিয়া।

ধারণা

  • একই শ্রেণির নানান বস্তুর মধ্যে যে সাধারণ গুণ বা বৈশিষ্ট্য থাকে, সেই সম্পর্কিত অভিজ্ঞতাকে ধারণা বলে।
  • এর আলােচনার বিষয় হল কোনাে বিশেষ শ্রেণির বস্তুর সাধারণ বৈশিষ্ট্য।
  • ধারণা মূর্ত এবং বিমূর্ত উভয় প্রকৃতির হতে পারে।
  • ধারণার উদ্দেশ্য হল কোনাে বিশেষ শ্রেণির বস্তুর সাধারণ বৈশিষ্ট্যগুলির মধ্যে সামান্যীকরণ।
  • ধারণা গঠন পরে ঘটে।
  • ধারণা গঠনের ক্ষেত্রে সদৃশকরণ ও সামান্যীকরণ প্রক্রিয়া উল্লেখযােগ্য ভূমিকা পালন করে থাকে।
  • এটি সংবেদন ও প্রত্যক্ষণের ওপর নির্ভরশীল।
  • ধারণা গঠনে তুলনামূলকভাবে বেশি সময় লাগে।
  • ধারণা অপেক্ষাকৃত জটিল মানসিক প্রক্রিয়া।

Education সব প্রশ্ন উত্তর (একাদশ শ্রেণীর)

Leave a Comment