“পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং”- ‘হাজং’ কথার অর্থ কি? হাজংদের পরিচয় দাও?

‘হাজং’ অর্থ

‘হাজং’ কথার অর্থ ‘পোকা’। পাহাড়ি গারোরা কৃষি কাজে নিপুন কৃষকদের তারিফ করে বলতো ‘হাজং’ অর্থাৎ ‘চাষের পোকা’।

হাজংদের বর্ণনা

‘গারো পাহাড়ের নিচে’ প্রবন্ধ সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, সুসং পরগনার অন্যতম একটি জনজাতি হাজং। হাজংদের মতে তারাই এই পাহাড়ি এলাকার প্রথম বাসিন্দা। ‘হাজং’ শব্দের অর্থ পোকা। হাজংরা চাষবাসের পটু হওয়ায় তারা ‘হাজং’ নামটি পেয়েছে। তারা ভাষা হিসেবে বাংলা ব্যবহার করে, যদিও তা প্রচলিত রাঢ় বাংলার চেয়ে ভিন্ন। সুসং শহরের দিগন্ত বিস্তৃত ধানের জমি কর্মঠ হাজংদের পরিশ্রমের ফল।

হাজংদের প্রতিবাদী সত্তা

এতসবের মধ্যে তাদের জীবনে জমিদারের শোষণ-শাসন-অত্যাচার ছিল আব্যাহত। জমিদার কে ‘টঙ্ক’ দিতে গিয়ে তারা ফকিরে পরিণত হতো। আবার জমিদারের শখ মেটাতে তারা সাপের কিংবা বাঘের কবরে পড়ে প্রাণ হারাতে। তবে অন্যায় অত্যাচারকে তারা মেনেই নেয়নি। প্রতিবাদে গর্জে উঠে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

লেখকের গভীর সহানুভূতি

জঙ্গলের বাইরে মানুষের সঙ্গে হাজংরা ও সসংকোচে মিলিত হয়। আমাদের মধ্যেই সেই সংকোচকে দূর করে দেওয়ার চেষ্টার অভাব ছিল। এই প্রবন্ধে দুঃখ, কষ্ট, সমৃদ্ধিতে উজ্জ্বল এই হাজংদের প্রতি লেখক এর গভীর সহানুভূতি ব্যক্ত হয়েছে।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment