পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীর নাম কি

বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালই আছো। বর্তমানে একটি অতি সাধারণ বা কমন প্রশ্ন হল পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীর নাম কি? এই প্রশ্নটা শুনতে সহজ হলেও অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পেরে বিভিন্ন পরীক্ষা সহ ইন্টারভিউ থেকে বিফল হয়।

পশ্চিমবঙ্গের ছোট্ট ইতিহাস?
সুতরাং সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানার আগে আমরা ছোট করে জেনে নেই পশ্চিমবঙ্গের ইতিহাস। আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গের সহ পুরো ভারতবর্ষের ইতিহাস শুরু হয় ১৯৪৭ সালে।

এবং এই এই সালেই আমাদের ভারতবর্ষকে ব্রিটিশের কারণে বিভক্ত বা ভাগ করা হয়েছিল – তার একটি অংশ তথা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বলতে পারি এবং অপর অংশটি ছিল আমাদের পাকিস্তান।

যাই হোক এবারে আমরা আমাদের মূল বিষয়বস্তুতে ফিরে আসি পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীর নাম সহ আর বিভিন্ন প্রশ্নের উত্তর।

পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীর নাম কি?

বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী নাম হল ব্রাত্য বসু। এবং তিনি ভারত তথা এই পশ্চিমবঙ্গের রাজধানীর উচ্চ শিক্ষামন্ত্রী।

এবং তিনি 2021 সালে তৃণমূল কংগ্রেস দলে নিজেকে সংযুক্ত করেছিলেন। এবং তিনি বর্তমান তৃণমূল কংগ্রেস (TMC) এর সদস্য।

শুধু তাই নয় এর আগেও তিনি কলকাতায় থেকে এর দমদমের উত্তর কেন্দ্রের এই দলের হয়ে এমএলএফ (MLA) পদে নিযুক্ত হয়েছিলেন।

এবং ইনার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে কলকাতা বিশ্ব বিদ্যালয় (University of Calcutta) থেকে ইংরেজিতে সাহিত্য স্নাতক।

ও তারপরে তিনি সংবাদিকতা নিয়ে indian Institute of Mass Communication ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা নিয়ে পাস করেছেন।

এবং তিনি এত সহজেই রাজনীতির সঙ্গে গভীর সম্পর্ক করতে পেরেছেন কারণ – এর আগেও ব্রাত্য বসুর দীর্ঘ কয়েক বছরের সংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে।

এবং তিনি পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী পদের নিযুক্ত হওয়ার পরে বেশ কিছু কল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন যা সত্যি প্রশংসনীয়।

এবং শিক্ষার্থীদের দিকে লক্ষ্য করে বিভিন্ন প্রকল্প নিয়ে আসেন তার মধ্যে একটি কল্যাণমূলক প্রকল্প হল – সবুজ সাথী – এই প্রকল্পে মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাইকেল দিয়ে তাদের সাহায্য করাই হলো মূল লক্ষ্য।

এবং শুধু তাই নয় তার পাশাপাশি শিক্ষার উন্নতির জন্য তিনি বহু স্কুল কলেজ স্থাপন করে, এবং মিড ডে মিলসহ স্কুলে গেলে বই খাতা পেন সহ বিভিন্ন কাজে শুরু হয়।

এবং বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু – একজন সফল অন্যায় সম্পন্ন জনপ্রিয় ব্যক্তি, এবং এবং তার রাজনৈতিক নীতি একদম স্পষ্ট ও স্বচ্ছ। ও তার পাশাপাশি একজন সফল আইনজীবী।

Leave a Comment