‘নানা রঙের দিন’ একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো?

একাঙ্ক নাটক

নাটকের বিভিন্ন আঙ্গিক এর মধ্যে একাঙ্ক বা one act play অন্যতম। কথা সাহিত্যে যেমন ছোট গল্প, নাট্য সাহিত্যে তেমনি একাঙ্ক নাটক। অর্থাৎ একাঙ্ক নাটক হিসেবে একটি অঙ্ক এবং একটি দৃশ্যে সম্পূর্ণ নাটক, যা খুন্দ্র পরিসরে একই মঞ্চায় বাহুল্য বর্জিত ঘটনার একমুখীনতায় সীমাবদ্ধ থাকবে। স্থান কাল পাত্রের পরিপ্রেক্ষিতে এখানে স্বল্প চরিত্রের অভিনয়-নিপুণতা থাকবে। চরিত্র সংলাপ হবে গভীর ও সংযত। যার মধ্যে দিয়ে নাটকের ঘটনা বলি আকস্মিকতা নিয়ে তার শীর্ষবিন্দু বা ‘climax’এ পৌছাবে।

নাটকটির বিষয়

অজিত বন্দোপাধ্যায় রচিত ‘নানা রঙের দিন’ নাটকটির সমগ্র ঘটনাবলী মাত্র একটি রাতের কয়েক ঘন্টার মধ্যে সীমাবদ্ধ।। একদা মঞ্চের দাগ সাইডে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় অধুনা পৌঢ়ত্বের সীমানায় উপস্থিত। দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি জানেন, অভিনয় জগত আসলে এক মায়া, ‘থিয়েটার‌ওলাদের’ জীবন অনেক বেশি রুঢ় ও কঠিন। তবুও মায়াবী সেই মঞ্চের আলোক উজ্জ্বলতার টানে এখনো তার মঞ্চে ফিরে আসা। ব্যক্তিগত জীবনী ও তাই নিতান্তই নিঃসঙ্গ রজনীকান্ত উপলব্ধি করেছে শারীরিক দুর্বলতার কারণে, আর কয়েক বছর পরে তিনি ‘দিলদার’ চরিত্রে অভিনয় করতে পারবে না, জীবন তখন নেমে আসবে ঘোর নিঃসঙ্গতা। নিজের অতীত গৌরবের কথা স্মরণ করতে করতে একসময় একের পর এক পুরনো নাটকের নানা চরিত্রের সংলাপ উচ্চারণ করতে থাকেন রজনীকান্ত।। এইভাবে অতীত বর্তমান দ্বআন্দ্বইক টানাপড়েনে নাটকটি শেষ হয়।

একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা

সমগ্র নাটকটি স্বল্প পরিসরে একটিমাত্র দেশে রজনীকান্তের জীবনে একটি রাতের ঘটনাকে বিচিত্র করেছে। নাট্যকারের বর্ণনা, চরিত্র চিত্রণ দক্ষতা ও একমুখীণতা নাটকটিকে উল্লেখযোগ্য প্রদান করেছে। ঘটনা সংক্ষিপ্ততা, সংলাপের সুষ্ঠু পঠন, ঘনীভূত রহস্যময়তায় এবং গূঢ় সংকেত দ্যোতনায় নাটকটি একাঙ্গ নাটক হিসেবে সার্থকতা লাভ করেছে।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment