দূরাগত শিক্ষা ও নিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্যগুলি উল্লেখ করাে।

দূরাগত শিক্ষা ও নিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্য

শিক্ষার মূল উপাদান, যথা— শিক্ষার্থী, শিক্ষক, পাঠক্রম ও শিক্ষালয়—এদের ভিত্তিতে আধুনিক শিক্ষাব্যবস্থাকে যে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়, তাদের মধ্যে অন্যতম হল— দূরাগত শিক্ষা ও নিয়ন্ত্রিত শিক্ষা। এই দুই ধরনের শিক্ষার মধ্যে বিস্তর পার্থক্য লক্ষ করা যায়। সেগুলি হল—

দূরাগত শিক্ষা

  • দূরাগত শিক্ষায় শিক্ষার্থীর চাহিদার ওপর অধিক গুরুত্ব প্রদান করা হয়।
  • এটি গৃহনির্ভর শিক্ষা।
  • এটি একপ্রকার পরােক্ষ শিক্ষাপ্রপালী, কারণ এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর সরাসরি সংযােগ ঘটে না।
  • কোর্স শেষ করার ক্ষেত্রে সময়সীমা থাকলেও যে-কোনাে বয়সের ব্যক্তি এই শিক্ষা গ্রহণ করতে পারে।
  • এই শিক্ষায় বিভিন্ন গণমাধ্যমের ব্যবহার লক্ষ করা যায়।
  • আংশিক সময়ের শিক্ষা।
  • এতে খরচ তুলনামূলকভাবে কম।
  • এই শিক্ষা ডিগ্রি অথবা ডিপ্লোমা প্রদান করে, আবার অনেক সময় করে না।
  • এক্ষেত্রে ভরতির প্রয়ােজনীয় যােগ্যতা যথেষ্ট নমনীয়।
  • শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে খুব একটা সংযােগ- সাধনের সুযােগ পায় না।
  • এটি একটি ব্যক্তিগত শিক্ষাপদ্ধতি যেখানে শিক্ষার্থী একাই শিক্ষার বিষয়ে জ্ঞানলাভ করতে পারে।
  • এই প্রকার শিক্ষা সব স্থানেই পাওয়া যায়, এমনকি যেখানে স্কুল- কলেজ নেই সেখানেও।
  • ভগ্নস্বাস্থ্য বা কোনাে প্রতিকূল দৈহিক বা মানসিক সমস্যার কারণে যারা বিদ্যালয়ে যেতে পারে না তারাও এই শিক্ষার সুযােগ পায়।
  • এই জাতীয় শিক্ষার লক্ষ্য সেইসব শিক্ষার্থীকে শিক্ষিত করা, যারা এই শিক্ষাগ্রহণে আগ্রহী।
  • সারা জীবনব্যাপী শিক্ষার সুযােগ পাওয়া যায়।

নিয়ন্ত্রিত শিক্ষা

  • নিয়ন্ত্রিত শিক্ষায় পাঠক্রম ও প্রতিষ্ঠানের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়।
  • এটি বিদ্যালয়নির্ভর শিক্ষা।
  • এটি প্রত্যক্ষ শিক্ষাপ্রণালী। এখানে ছাত্র এবং শিক্ষক পরস্পরের মুখােমুখি হওয়ার সুযােগ পায়।
  • এখানে সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনাে একটি কোর্স শেষ করতে হয় এবং ভরতি হওয়ারও নির্দিষ্ট বয়স আছে।
  • এই শিক্ষায় গণমাধ্যমের বিশেষ কোনাে ভূমিকা নেই।
  • সম্পূর্ণ সময়ের শিক্ষা।
  • এতে খরচ তুলনামূলকভাবে বেশি।
  • এটি সর্বদাই ডিগ্রি অথবা ডিপ্লোমা প্রদান করে।
  • এই শিক্ষায় ভরতির যােগ্যতা নির্দিষ্ট।
  • এক্ষেত্রে শিক্ষার্থীরা পরস্পরের সংস্পর্শে আসার সুযােগ পায়।
  • এটি একটি দলগত শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থী বিদ্যালয় বা অন্য কোনাে প্রতিষ্ঠান থেকে জ্ঞানলাভ করে।
  • যেখানে স্কুল-কলেজ নেই সেখানে এই শিক্ষা পাওয়া সম্ভব নয়।
  • শিক্ষার্থী যে-কোনাে কারণেই হােক, বিদ্যালয়ে যেতে না পারলে, এই শিক্ষা থেকে বঞ্চিত হয়।
  • এই শিক্ষা, গতানুগতিক শিক্ষাপ্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
  • নির্দিষ্ট বয়স পর্যন্ত এই ধরনের শিক্ষার সুযােগ আছে।

Education সব প্রশ্ন উত্তর (একাদশ শ্রেণীর)

Leave a Comment