জাদুবিশ্বাস বলতে কী বোঝো? খেলাধুলার সঙ্গে এর সম্পর্ক কোথায়?

জাদু বিশ্বাস

বাংলার লোকো ঐতিহ্যের আরেকটি দিক মন্ত্র-ম্যাজিক-জাদু-ভেলকি ইত্যাদি সহাবস্থান। শুভ প্রাচীনকাল থেকে কেবল বাংলা নয় বিশ্ব মানব সভ্যতা মন্ত্র যাদুর সঙ্গে সম্পৃক্ত। আদিম মানুষ প্রকৃতির ঘটনাবলী কে ব্যাখ্যা না করতে পেরে তার মূলে কোন অদৃশ্য শক্তির প্রভাব কল্পনা করত। এই প্রভাবজনিত বিশ্বাস যা আদি থেকে আজ পর্যন্ত মানবসমাজে বিস্তৃত তাই হল যাদু বিশ্বাস। যাদু বিশ্বাসের অদৃশ্য মহান বা মহতি শক্তিকে তুষ্ট করার জন্য যাদু বিদ্যাকেই প্রয়োগ করা হতো। কোন কিছুর কাম্যর অনুকরণ করে জাদু আচার পালনের তাকেই পেতে চাওয়া-এটার সংযোগাত্মক জাদু। এই দুই রকম জাদুর মধ্যেই মানুষের বিশ্বাস স্থির হয়ে আছে। লোক বিশ্বাসের মানুষ নিজের মঙ্গলও শত্রুর অমঙ্গলের উদ্দেশ্যে জাদুকে ব্যবহার করে তাকে হোয়াইট ম্যাজিক ও ব্ল্যাক ম্যাজিক আখ্যা দিয়েছে।

খেলাধুলার সঙ্গে সম্পর্ক

খেলা এক প্রতিদ্বন্দ্বিতার আস্বাদ অনেক প্রাচীনকাল থেকেই। আর মানুষ চাই জিততে। এখানেই যাদু বিশ্বাসের অপপ্রয়োগ। প্রতিপক্ষের খেলোয়াড়ের ক্ষতির জন্য নানা তন্ত্র মন্ত্র ইত্যাদি প্রচলন হয়। বর্তমানে আধুনিক বিশ্ব এর প্রভাব মুক্ত নয়। আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় দেশগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment