“জয় নিরঙ্কার ধমনী বেরুচ্ছে।”- ‘নিরঙ্কার ধবনি’ কি? সেই ধ্বনির ফলে কি অলৌকিক ঘটনা ঘটেছিল?

নিরঙ্কার ধ্বনি

কর্তার সিং দুগ্গাল রচিত ‘অলৌকিক’ গল্পে উল্লিখিত ‘নিরঙ্কার ধবনি’ হলো নিরঙ্কার জগদীশ এর উদ্দেশ্যে জয় ও সূচক ধবনি বা মন্ত্র। এই গুরু নানক প্রবর্তিত শিখধর্মাবলম্বী ব্যক্তিদের উচ্চারিত হয় পবিত্র ধবনি।

প্রথম অলৌকিক ঘটনা

‘নিরঙ্কার ধ্বনি’ ভক্ত প্রাণী গভীর সাহস ও উদ্দীপনা জায়গায়। মহাগুরু নানকের অসামান্য মহিমার কাছে হেরে গিয়ে বলী কান্ধারি যখন পাহাড়ের উপর থেকে পাথরের চাঙড় ফেলে দিয়ে তাকে মারতে চান, তখন গুরু নানক তার শিষ্য মর্দানাকে ‘জয় নিরঙ্কার’ ধবনি দিতে বললেন। এরপরেই তিনি নেমে আসে পাথরটির বেগ হাত দিয়ে থামিয়ে দেন।

দ্বিতীয় অলৌকিক ঘটনা

অপরদিকে ইংরেজ আমলে পাঞ্জা সাহেবের অধিবাসী বন্দী দেশপ্রেমিকদের জেলে বহন করে নিয়ে যাওয়া ট্রেনকে থামানোর জন্য রেল লাইনে শুয়ে পড়ে চলন্ত ট্রেনকে থামিয়েছিলেন। চলন্ত ট্রেনের চাকায় বহু মানুষ কাটা পড়লে অন্যরা লাইনে শুয়ে ‘জয় নিরঙ্কার’ ধবনি দিচ্ছিলেম। এই ধবনি তাদের প্রাণে ঈশ্বরের করুণা স্পর্শ ও অভয়মন্ত্র হিসেবে কাজ করেছিল।

উপসংহার

সুতরাং, প্রথম গল্পে ও এই ধবনি গুরু নানকের শীর্ষ মর্দানার প্রাণে সাহস ও ভরসা সঞ্চালন করেছিল এবং দ্বিতীয় গল্পে ও এই মন্ত্র একই ভাবে কার্যকরী হয়েছিল। দুটি ক্ষেত্রেই মন্ত্রের জোরে অসাধ্য সাধন হয়েছিল বলা চলে।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment