ভূমিকা
ছোটোগল্প হল, নিত্য কালের মানব জীবন কাহিনীর সংহত পরিসরের প্রতিফলন। ছোটগল্পে তীব্র জীবন পিপাসা নাটকীয়তার আঙ্গিকে মানবিকতার স্বরূব বর্ণনা করে।
কাহিনীর বিন্যাস ও বিশ্লেষণ
‘ভাত’ গল্পের লেখিকা মহাশ্বেতা দেবী অসম শ্রেণীবিন্যাসে আবদ্ধ মানুষের কাহিনী লিখেছেন। তার এই ছোটগল্পে একদিকে সমাজের উচ্চবিত্ত মানুষের অর্থ ও খাদ্যের বিচার অপচয় ও অন্যদিকে ‘উচ্ছবের’ মতো বুভুক্ষু সর্বহারা মানুষের এক মুঠো ভাতের জন্য হাহাকার একই ক্যানভাসে ধরা পড়েছে। একদিকে বাসিনীর মনিব অতীশপর বুড়ো কর্তাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যয়বহুল যজ্ঞের আয়োজন ; অন্যদিকে উৎসবের স্ত্রী, ছেলে, মেয়ের বন্যায় অনাড়ম্বর মৃত্যু। একদিকে অশৌচের সংস্কারে রাশি রাশি খাদ্যের বিসর্জন; অন্যদিকে বহুদিন উপোসী উচ্ছবের কাছে এসব সংস্কারের থেকে বড় হচ্ছে জৈবিক প্রবৃত্তি, খিদে মেটানোর আকাঙ্ক্ষা। এই নাটকীয় দ্বন্দ্বে, চরিত্র গুলির পারস্পরিক টানা পড়ে নিয়ে মহাশ্বেতা দেবী সমাজের এক দুর্ভাগ্য জনক চিত্র অংকন করেছেন।
ছোটোগল্প হিসেবে সার্থকতা
শুধুমাত্র কাহিনীর দ্বন্দ্ব নয়, অপূর্ব বর্ণনা ভঙ্গি; সময়োপযোগী প্লট নির্বাচনের পাশাপাশি কাহিনীর একমুখীনতা, চরিত্র নির্মাণ এবং ক্ষুদ্রতার মধ্যে বৃহতের ব্যঞ্জনা দেখিয়েছেন তিনি। গল্পের শেষে উচ্ছবের ভাতের আকাঙ্ক্ষা মিটলেও উর্বর বাধার সন্ধান সে পাইনি। সেখানে তার সকল দুরবস্থার সমাধান মিলবে। এই অপূর্ণতার বাসনায় ছোট গল্পের মূল পরিচায়ক। ‘শেষ হয়ে হইল না শেষ’ এই ভাবনা থেকে আলোচ্য গল্পটিকে আমরা সার্থক ছোট গল্প বলতে পারি।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?