ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য ?

ঘূর্ণবাত

• ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ।

• ঘূর্ণবাতের বায়ু চারিদিক থেকে কেন্দ্রের দিকে ছুটে আসে।

• ঘূর্ণবাত প্রধানত সৃষ্টি হয় ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মন্ডলের উষ্ণ সমুদ্রতে।

• ঘূনর্ণবাতের বায়ু প্রবাহ ক্ষণস্থায়ী এবং অত্যন্ত শক্তিশালী হয়।

• ঘূর্ণবাতে বর্জ্যবিদ্যুৎ সহ প্রচুর পরিমাণে জল বৃষ্টি হয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

প্রতীপ ঘূর্ণবাত

• প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ।

• প্রতীপ ঘূর্ণবাতের বায়ু কেন্দ্র থেকে চারিদিকে প্রভাবিত হয়।

•প্রতীপ ঘূর্ণবাত প্রধানত সৃষ্টি হয়ে প্রশান্ত ও নাতিশীতোষ্ণ হিমমন্ডলের শীতল স্থানভাগে।

• প্রতীপ ঘূর্ণবাতের বায়ু প্রবাহ কিছুদিন ধরে প্রভাবিত হয় কিন্তু শক্তিশালী নয়।

• প্রতীপ ঘূর্ণবাতে তাপমাত্রা হ্রাস পায় কিন্তু আবহাওয়া সঠিক থাকে ফলে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না।

Leave a Comment