ভূমিকা
‘গারো পাহাড়ের নিচে’ প্রবন্ধে লেখক জনজাতির কাল্পনিক একটি লোকোসংগীতের উল্লেখ করেছেন। আঞ্চলিক লোকসংগীত গুলি বাস্তব জীবনে, মানুষের আনন্দ-দুঃখ, শোষণ-অত্যাচার, দৈনন্দিন উত্থান পতনের কাহিনী নিয়ে গঠিত।
প্রসঙ্গ
পাইক-বরকন্দাজ খাজনা আদায়ের জন্য নিরীহ রোজাদের উৎপাদিত শস্য কেড়ে নেয়। জমিদারের শোষণ অত্যাচারে প্রচারে জীবন তটস্থ, স্বপ্ন ভেঙে দেয়, পাইকদের নাগরার শব্দ। এমনি এক দৃশ্যকে গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রবন্ধে।
ব্যাখ্যা
গানটি শুরু হয়েছে প্রজাদের সংশয় নিয়ে। তারা ছেলেবেলা থেকে যে গ্রামে মানুষ, সেখানেই ফসল ফলিয়েছে। মাঠ ভরা ফসল দেখে, সুখের স্বপ্ন নিয়ে কাঁচতে হাতে তারা ধান কাটতে গিয়েছে। কিন্তু স্বপ্নের ঘর কাটিয়ে খাজনা নিতে লাঠি হাতে আসে পাইক-বরকন্দাজ। তাই নির
প্রাসঙ্গিকতা
গাড়ো পাহাড়ে নিজে বাসিন্দাদের এই সংশয় সমগ্র গানটি জুড়ে রয়েছে। যেখানে আমরা সাধারণ মানুষের জীবনের বাস্তবতাকে পেয়েছি। এখানে লোকের জবানীতে উল্লেখিত গানটির প্রাসঙ্গিকতা।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর