জমিদারের টাকা আদায় চিত্র
‘গারো পাহাড়ের নিচে’ শীর্ষক রচনাটিতে জমিদারের টাকা আদায় চিত্রটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বর্ণনা করেছেন লেখক। সারা বছর কঠোর পরিশ্রম করে ফসল ফলায় গ্রামবাসীরা। নিজেদের ক্ষুন্নিবৃত্তির সংস্থা টুকু ও শেষ পর্যন্ত হারাতে হয় তাদের। মাঠ থেকে ফসল ঘরে তোলার পূর্ব মুহূর্তেই জমিদারের পাইক-বরকন্দাজ এসে হাজির হয়। সেই সমৃদ্ধি ও পরিপূর্ণতার আশায় তারা ফসল ফলাতে উদ্যোগী হয়, সেই ফসল ঘরে তোলার আগে শূন্য হয়ে পড়ে। এই প্রসঙ্গে লেখক এর জবানীতে তাদের উক্তি-
‘তারপর পালে আসে পেয়াদা খালি পেটে তাই লাগছে ধাঁধা।’
গায়ের আল বাধা রাস্তা ধরে সদর্পে এগিয়ে আসে জমিদারের পোষ্যপুত্রের দল। লোহার খুর লাগানো নাগরার খাট খট শব্দে সবাইকে বিপদ সংকেতের জানান দেয়। হাতে বাসের মোটা লাঠি নিয়ে সজোরে আওয়াজ করতে করতে এগিয়ে আসে তারা। ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে। খিটখিটে বুড়িরা শাপশাপান্ত করতে থাকে। কিন্তু কোন কিছুর পরো না করি সেই পাওনা আদায়কারী। পাওনা নিয়ে চলে যায়। জমিদারের পাওনা মেটাতে গিয়ে চাষীরা শেষমেষ নিঃস্ব হয়।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর