ভূমিকা
মানিক বন্দ্যোপাধ্যায় ‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পে ১৩৫০ বঙ্গাব্দের মন্বন্তরকে কেন্দ্র করে শহর অঞ্চলের চিত্র এঁকেছেন। এখানে মূল চরিত্রে মৃত্যুঞ্জয়। তার চোখ দিয়ে একের ফর এক দৃশ্যপট আমাদের সামনে এসেছে এবং একে কেন্দ্র করে নায়ক মৃত্যুঞ্জয় চরিত্রের উত্তরণ ঘটেছে।।
পরিচয়
গল্পে মৃত্যুঞ্জয় একজন শান্ত, নিরীহ মধ্যবিত্ত কেরানী। ৯ জনের সংসার তার একার মাইনেতে না চলায় প্রতি মাসে ধার করতে হয়। তবুও মোটামুটি একটা চরিত্রকে সম্বল করে নির্বিবাদে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতো মৃত্যুঞ্জয়।
আবেগপ্রবণ
মৃত্যুঞ্জয় আবেগপ্রবণ, অনুভূতিশীল। হঠাৎ অনাহার এর মৃত্যু দেখে এসে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। ধীরে ধীরে ঘটনার আক্রস্মিতায় আগ্রহ করে সে নিজের জীবন দিয়ে বাঁচতে চেয়েছিল বুভুক্ষু মানুষদের।
আত্ম-অনুশোচনা থেকে আত্মযন্ত্রণা
সংবেদনশীল মৃত্যুঞ্জয় ফুটপাতের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছিল। অনাহারে মৃত্যুর তার মধ্যে তৈরি করছিল অত্যন্ত জিজ্ঞাসা। নিজেকে অপরাধী মনে করা মৃত্যুঞ্জয়ের এই আত্ম অনুশোচনা ক্রমে পরিণত হয়েছে তার আত্মযন্ত্রনা।
মৃত্যুঞ্জয় প্রচেষ্টা ও ব্যর্থতা
অন্নহীন মানুষদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন মৃত্যুঞ্জয়। এক বেলা খাওয়া বন্ধ করেছে, নাইনের সমস্ত টাকা পাঠিয়েছে রিলিফ ফান্ডে। কিন্তু নিজের অক্ষমতা বুঝে নিজেই বদলে গিয়েছি। অফিসের দায়িত্ব এবং সংসারে কর্তব্য পেরিয়ে এসে হাজির হয়েছে বুভুক্ষু মানুষদের পাশে। পরিণতিতে মানুষিক বিকৃত শিক্ষার মৃত্যুঞ্জয় অন্নহীনদের ভিড়ে মিশে গিয়েছে তাদের একজন হয়ে।
মনুষ্যত্ববোধের প্রতীক
নিরীহ, শান্ত, দরদি মৃত্যুঞ্জয় আদর্শবাদ ও নৈতিকতার কারণে স্থির থাকেনি। উচ্চবিত্তের ও দর্শন বা মধ্যবিত্তের স্বার্থপরতায় জড়িয়ে না পড়ে মৃত্যুঞ্জয় ক্ষুধিত মানুষদের পাশে দাঁড়িয়েছে যথাযথ মানসিক সত্তা নিয়ে। শেষ পর্যন্ত গল্পে মৃত্যুঞ্জয়ের পরিণতি মনুষত্ববোধের প্রতীক হয়ে উঠেছে।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পটির প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুর প্রথম সাক্ষাৎ কখন হয়েছিল ?
অপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল ?
ছোট গল্প হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পটির কতখানি সার্থক, আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের চরিত্র আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় স্ত্রী তথা টুনুর মা-এর চরিত্র আলোচনা করো ?
‘কে বাঁচায়, কে বাঁচে’ছোট গল্প অবলম্বনে নিখিল চরিত্রটি পর্যালোচনা করা ?
‘কে বাঁচায়, কে বাঁচে’গল্পে লেখকের মানবদরদি মানসিকতা কিভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো ?
“একটু অবজ্ঞার সঙ্গে ভালও বাসে” -কে , কাকে, কেন পছন্দ করত বা ভালোবাসত ?
“এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ?” -কোন অপরাধের কথা বলা হয়েছে ? বক্তা কেন নিজেকে অপরাধী মনে করেছেন?
“দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে” -কোন প্রসঙ্গে বলা হয়েছে? এমন বলার কারণ কি?
“এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।” -কে, কেন এবং কিভাবে দেশের লোককে বাঁচাতে চায় ?
‘শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়।’ – ‘ঘুরে ঘুরে’ সে কি দেখে এবং কি উপলব্ধি করে?
“তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে।” -কারো অভিজ্ঞতা? এমন বলার কারণ কি