কিভাবে রুমানিয়াতে সোভিয়েত কর্তৃক প্রতিষ্ঠিত হয়?

সূচনা

পূর্বে ইউরোপের রুশ সম্প্রসারণের গতি ধারণার রুমানিয়ার ছিল উল্লেখযোগ্য একটি দেশ। বহুদিন থেকে রুমানিয়া কমিউনিস্ট আন্দোলনের স্বতন্ত্রতা বজায় ছিল। রুমানিয়ায় প্রথম‌ সমাজতান্ত্রিক রাষ্ট্র, যে জার্মান ফেডারেল রিপাবলিক পশ্চিম জার্মানির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিল। সমাজতান্ত্রিক দেশ হয়েও রুমানিয়া তার দেশ রীতিতে পুঁজিবাদী দেশগুলি দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাই বোধ হয় সমাজতান্ত্রিক দেশ হয়ে ও রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক ততটা বন্ধুত্বপূর্ণ হয়নি।

রুমানিয়ায় সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠা

১. বিবাদের কারণ

সোভিয়েত -রুমানিয়া বিবাদের কারণগুলি হল-

(১) অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, তেল সরবরাহের জন্য পাইপলাইন প্রতিষ্ঠা, বিদেশনীতিতে পুঁজিবাদের আহ্বান ইত্যাদি কে কেন্দ্র করে।

(২) রুমানিয়া ওয়ারশ চুক্তি জোটের এবং কমিকন এর সদস্য রাষ্ট্র ছিল তবুও সে ফ্রান্স, ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার সোভিয়েদ রাশিয়া ক্ষুব্দ হয়।

২. রাজতন্ত্র প্রতিষ্ঠা

রুমানিয়া নাৎসি শাসন মুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে। তবে সেখানে তখনই কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়নি। রাজা মাইকেলে নেতৃত্বে সেখানে রাজতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত হয়।

৩. স্টালিনের হস্তক্ষেপ

১৯৪৫ খ্রিস্টাব্দে মার্চ মাসের স্টাইলিং রোমানিয়ায় রুশো সেনা মোতায়েন করেন। সেই সঙ্গে তিনি রাজা মাইকেল কে কমিউনিস্টদের নিয়ে একটি জাতীয় গণতান্ত্রিক সরকার গঠনের নির্দেশ দেন। এই সময় স্টালিন ইচ্ছা করলেই রুমানিয়া একটি কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করতে পারতেন। কিন্তু তখন যুদ্ধ চলছিল এবং পশ্চিম এই দেশগুলোর সাহায্যে ও সহযোগিতা তখনও রাশিয়ায় প্রয়োজন ছিল। তাই বাস্তব বুদ্ধিসম্পন্ন স্টালিন ওই মুহূর্তে সেখানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করা থেকে বিরত থাকে।

৪. কমিউনিস্ট শক্তি বৃদ্ধি

১৯৪৬ খ্রিস্টাব্দে নির্বাচনের রুমানিয়ায় কমিউনিস্ট সমর্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জয়লাভ করে। তবে সে সময় সংসদে কমিউনিস্ট সদস্য সংখ্যা ছিল মাত্র এক ষষ্ঠাংশ। এই নতুন সরকার কমিউনিস্টদের ওপর অকথ্য অত্যাচার শুরু করে। জনপ্রিয় কৃষক নেতা আইওন ম্যানিউ। ও তার সহযোগী বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। বলা হয় তারা মার্কিন অব ব্রিটিশ মদত নিয়ে রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত। বিছানায় যাদের দোষী সাব্যস্ত করা হয় ও তাদের পেজেন্টস পার্টি ভেঙে দেয়া হয়। রাজা মাইকেল পদত্যাগ করেন ডিসেম্বরের ১৯৪৭ খ্রিস্টাব্দে।

রাজা মাইকেলের পদত্যাগের কিছুদিনের মধ্যেই সমস্ত বিরোধীদের দমন করে, একটিমাত্র কমিউনিস্ট অনুক আমিদের নিয়েই সেখানে গঠিত হয় রোমানিয়ায় ওকার্কার্স পার্টি নামে কমিউনিস্ট দল। আসন্ন নির্বাচনে ১৯৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি কমিউনিস্ট পার্টির সঙ্গে মিশে যায়। নির্বাচনের কমিউনিস্ট দলে ৪১৪ সংসদীয় আসনের মধ্যে ৪০৫টিতে জিতে সরকার গঠন করে। সোভিয়েত নিয়ন্ত্রণাধীন নবগঠিত ওই সরকার কাজ শুরু করলে, রোমানিয়ার ওপর রুশো কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

উচ্চমাধ্যমিক ইতিহাস বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর

Leave a Comment