“কাল রাতেও ঠিক একই ব্যাপার।”- কাল রাতে কি ব্যাপার হয়েছিল? আজ কি ঘটেছে?

বক্তা

প্রশ্ন উদ্ধৃত সংলাপটি অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত ‘নানা রঙের দিন’ শীর্ষক পাঠ্যাংশের মুখ্য চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়ের স্বরগতোক্তি।

কাল রাতের ঘটনা

রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারের ‘শাজাহান’ নাটকে দিলদারের চরিত্র অভিনয় করেন। বিগত সময়ের জনপ্রিয় অভিনেতা, আজ বৃদ্ধ একসময় প্রতিভা-অভিনয় দক্ষতা, ক্রমশ মলিন হয়েছে। জীবনের হতাশা, ব্যর্থতা, নিঃসঙ্গতা ভুলতে সস্তার মদের উপর নির্ভর করেছেন তিনি। অভিনয় শেষে কেউ বাড়ি পৌঁছে দিলে বাড়ি যান, নয়তো মত অবস্থায় গ্রিনরুমে ঘুমিয়ে থাকেন। একাকীত্ব, হতাশার কারণে এই আচরণ তার প্রত্যাহিক হয়ে উঠেছে। গতকাল থিয়েটারের এক কর্মীরা রাম ব্রিজ তাকে ঘুম থেকে জাগিয়ে ট্যাক্সিতে তুলে দিয়েছিল, এজন্য রজনীবাবু তাকে সেদিন সন্ধ্যায় তিন টাকা বকশিশ ও দিয়েছিলে। উদ্ধৃতিতে এই ঘটনায় বোঝানো হয়েছে।

আজকের ঘটনা

কিন্তু আজ নেশাগ্রস্থ রজনীকান্ত মাঝ রাতে ঘুম থেকে জেগেছেন। ততক্ষণে থিয়েটারের হল ফাঁকা। বারবার রাম ব্রিজকে দেখেও সাড়া না পেয়ে অসহায় রজনীকান্ত মঞ্চের উপর পড়ে থাকা টুলটা সোজা করে বসেন। নিজেকে তিনি বারবার ব্যঙ্গ করছেন, ধিক্কার জানিয়েছেন-“এতে টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে?” নিস্তব্ধ পেক্ষাগৃহে উচ্চকণ্ঠে রাম ব্রিজকে ডাকার ফলে পতি ধবনিত হয়েছে তার গলার স্বর। নিজের কণ্ঠস্বর শুনে নিঃসঙ্গ-বৃদ্ধ অভিনেতা একসময় ভয় পেয়েছেন।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment