কল্পিত গড় বলতে কী বোঝো? কল্পিত গড় পদ্ধতি অবলম্বনে রাশিমালার গড় নির্ণয়ের কয়েকটি নমুনা দাও। 

কল্পিত গড়

দ্রুত নির্ণয় পদ্ধতিতে রাশিমালা বন্টনের মধ্যে অবস্থিত কোন রাশিকে যখন ইচ্ছামতো গড় হিসেবে ধরে নেওয়া হয়, তখন তাকে বলে কল্পিত গড় বা Assumed Mean.

কল্পিত গড়

পরিসংখ্যা বিভাজনের যে-কোনাে একটি শ্রেণির মধ্যমানকে ধরে নেওয়া হয় স্থির রাশি হিসেবে, যাকে কল্পিত গড় বলা হয়। এই কল্পিত গড় থেকে অন্যান্য বিভাগের মধ্যমান বিয়োগ করা হয়, তাকে বলে চ্যুতি বা Deviation। প্রতিটিকে i  দ্বারা ভাগ করলে x পাওয়া যায়। এই চ্যুতি বা বিচ্যুতির মান বড় রাশিগুলির থেকে বিয়োগ করলে ধনাত্মক এবং ছােট রাশি গুলি থেকে বিয়োগ করলে ঋণাত্মক হয়।

কল্পিত গড় পদ্ধতিতে শ্রেণিবদ্ধ বা Group Data গড় নির্ণয় করা হয়। 

কয়েকটি কল্পিত গড়ের নমুনা

কল্পিত গড়ের নমুনা

এইরকম Question answer পাওয়ার জন্য আমাদের website visit এ করুন

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের(education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment