উক্ত ‘কথা’
মহাশ্বেতা দেবী ‘ভাত’ গল্পে বড় বাড়ির সর্বময়ী কর্তী বড় পিসীমা ছিলেন অবিবাহিতা। অর্থের কোনো অভাব না থাকার সত্ত্বেও বড় পিসিমার বিবাহ না হওয়ার কারণ নেই নানা কথা প্রচলিত ছিল। শোনা যায়, স্ত্রী বিয়োগের পর বুড়োকর্তা সংসার নিয়ে নাস্তানাবুদ হওয়ার পরিস্থিতি দেখা দিলে তার কন্যা অর্থাৎ বড় পিসিমা নিজের হাতে সে দায়িত্বভার তুলে নেন। আবার বড় বাড়ির লোকেদের কথায়, বড় পিসিমা বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে, তিনি দেবতার সেবিকা। বড় পিসিমার নিজের কথাতেও তার প্রমাণ মিলে-“উনি আমার পতিদেবতা। মানুষের সঙ্গে বিয়ে দিও না।” ‘এসব কথা’ বলতে উক্ত কথা গুলি কি বোঝানো হয়েছে।
‘সংশয়ের’ কারণ
বড় পিসিমা যে বাড়ির কর্তি, সেই বাড়ির ঐশ্বর্য ও প্রাচুর্যের পাশাপাশি ঐতিহ্য ও বনেদিয়ানাও রয়েছে। সাধারণ মানুষের পক্ষে সেখানকার গোপন কথা সম্পূর্ণভাবে জানা কখনোই সম্ভব নয়। তারা কেবল বাইরের থেকে অনুমান করতে পারে মাত্র। আর এই অনুমানের উপর ভিত্তি করে নানা রকম সত্যি মিথ্যে মিশ্রিত গুজব বাতাসে ভেসে বেড়ানোর অসম্ভব ও নয়। তাই সোনা কথা গুলি সত্যি না মিথ্যে তা কারোর পক্ষে হলফ করে বলা সম্ভব নয়।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?