তো আমরা সবাই কম-বেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি, এবং প্রায়ই আমরা একটা প্রতি সাধারণ জিনিস লক্ষ্য করে থাকি আমাদের স্মার্ট ফোনে এয়ার প্লেন মোড বলে একটি সেটিং থাকে.
এবং এই অপশনটি আপনার ইচ্ছামত চালু বন্ধ করতে পারবেন। সুতরাং আমাদের আর্টিকেলের আজকের প্রধান বিষয়বস্তু হলো – এয়ারপ্লেন মোড কি এবং এর প্রধান কাজ কি?।
সুতরাং সুতরাং এয়ারপ্লেন মোড কে আমরা বিভিন্ন নামে জেনে থাকি যেমন – Flight Mode, Offline Mode, Aeroplane Mode, Standalone Mode।
সুতরাং কাজেই নামগুলো আলাদা আলাদা হয়ে থাকলেও কাজ কিন্তু একটাই। অতএব এয়ারপ্লেন মোডটি হল – এক ধরনের স্মার্টফোনে include application।
যে আমরা সমস্ত স্মার্ট ফোনেও ট্যাবলেটের মধ্যে দেখতে পাই, এবং এই একটা সেটিং এর সঙ্গে স্মার্টফোনের সম্পূর্ণ মাদারবোর্ডের কানেকশন থেকে থাকে।
অর্থাৎ আপনি যখন এই এয়ারপ্লেন মোডটি চালু করবেন, তখন অটোমেটিকলি ভাবে, আপনার বেশ কিছু ফাংশান কাজ করা বন্ধ করে দেয়।
আপনি সেই মুহূর্তে ইন্টারনেট পরিষেবার ব্যবহার করতে পারবেন না। এবং চাইলেও আপনি আপনার ডেটা অন্য কারো সঙ্গে শেয়ার করতে পারবেন না।
অথবা ব্লুটুথ এর মাধ্যমে ব্যবহার করে কোন রকম পরিষেবা গ্রহণ করতে পারবেন না, এবং কাউকে কল করা ও গ্রহণ করতে পারবেন না।
অতএব এয়ারপ্লেন মোড হলো এক ধরনের সেটিং। এবং যার সঙ্গে অনেকগুলো মাল্টিপেল ফাংশন অ্যাটাচ হয়ে থাকে, এবং একটা ক্লিকে আপনি বিভিন্ন অপশন বা ফাংশন বন্ধ করতে পারবেন।
তাহলে চলুন এর প্রধান প্রধান কাজ কি এ সম্পর্কে জানা যাক।
এয়ারপ্লেন মোডের প্রধান কাজ কি?
অনেকের মধ্যে ভুল ধারণা থেকে থাকে। অনেকেই মনে করে থাকেন সাধারণত ভাবে প্লেনের মধ্যে আমরা ট্রাভেলিং করলে, এই এয়ারপ্লেন মোডের ব্যবহার করতে হয়।
কিন্তু আসলে তেমন কিছুই নয় এর প্রধান কাজ গুলি নিচে আমরা পয়েন্ট আকারে আলোচনা করলাম।
জিপিএস (GPS) পরিষেবা বন্ধ করা
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন অবশ্যই জিপিআরএস (GPS) এর কথা শুনেছেন। অর্থাৎ যার সাহায্যে আমরা বিভিন্ন লোকেশন ট্রাকসহ গুগল ম্যাপের ব্যবহার করতে পারি। এই পরিষদের টা চাইলে আপনি এয়ারপ্লেন মোডের সাহায্যে সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারেন।
Bluetooth পরিষেবা বন্ধ করা
যদি আপনার মনে হয় যে ভাইরাস দায়িত কোন কিছু অ্যাপ্লিকেশন ব্লুটুথ এর সাহায্যে কেউ আপনার স্মার্টফোনে ইন্সটল করতে চাইছে। তাহলে আপনি এই এরোপ্লেন মোড়ের সাহায্যে সঙ্গে সঙ্গে তা বন্ধ করতে পারবেন।
ইন্টারনেট ছাড়া অনলাইন থাকা
অর্থাৎ আপনি এখানে আপনার নিজের যেটা ব্যবহার না করেও। অন্য কারো থেকে ওয়াইফাই এর মাধ্যমে ডেটা নিয়ে, আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ডেটা শেয়ার থেকে বিরত
আপনি যদি চান আপনার ডেটা হটস্পট বা অন্য কোন কিছুর মাধ্যম দিয়ে কারো সঙ্গে শেয়ার না করতে। তাহলে অবশ্যই আপনি এই এরোপ্লেন মোড়ের সাহায্য নিতে পারেন। অর্থাৎ এটি চালু করার সঙ্গে সঙ্গে আপনি কাউকে আপনার স্মার্টফোনের ডেটা শেয়ার করতে পারবেন না।
দ্রুত চার্জিং
শুনতে বিশ্বাসযোগ্য না হলেও, এটি কার্যকরী একটি প্রক্রিয়া, অর্থাৎ আপনি যদি আপনার স্মার্ট ফোনে দ্রুত চার্জ করতে চান,
তাহলে এয়ারপ্লেন মোডটি চালু করে স্মার্টফোনটি চার্জে বসান, তাহলে সাধারণের তুলনায় আপনার স্মার্টফোনটি খুব দ্রুত চার্জ হবে।
মাল্টিপল কাজ
এক কথায় বলতে গেলে আপনি একটি একটি করে সমস্ত ফাংশন বন্ধ না করে, আপনি কেবলমাত্র এলপ্লেন মোডেটি চালু করে একসঙ্গে সমস্ত ফাংশন গুলো বন্ধ করতে পারবেন।
যেমন – ব্লুটুথ, data শেয়ারিং, ইন্টারনেট ইত্যাদি।