“এটা অসম্ভব।” – ‘অসম্ভব’ বিষয়টি কি ছিল?

অসম্ভব ঘটনা

কার্তার সিং দুগ্গাল রচিত ‘অলৌকিক’ নামক গল্পটি থেকে প্রশ্নে প্রদত্ত উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। গুরু নানকের যারা ঘুরতে যাওয়া একটি অস্বাভাবিক ঘটনার কাহিনী রূপ শুনে লেখকের মনে হয়েছিল, এমন কোন ঘটনা বাস্তবিক পক্ষের ঘটা অসম্ভব এবং কোন মতেই তিনি সেই ঘটনাকে বিশ্বাসযোগ্য বলে মানতে চান নি। এখানে সেই ঘটনাকেই ‘অসম্ভব’ বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরিচয়

একসময় গুরু নানক তার অনুচরবর্গসহ প্রচন্ড গরমে রুক্ষ-শুষ্ক হাসান আব্দালের জঙ্গলে এসে পৌঁছান। সেখানে তার অন্যতম অনুচর মর্দানার প্রবল তৃষ্ণায় কাতর হয়ে পড়লে গুরু নানক তাকে পাহাড়ের চূড়া একটি মাত্র জলের কুয়োর অধিকারী বলী কান্ধারি কাছে পাঠান। কিন্তু গুরু নানকের চরম বিদ্বেষী বলি কিছুতেই মর্দানাকে জল দেয়নি। তিনি বার বার প্রত্যাখ্যান হয়ে মৃত প্রায় মর্দানা শেষে গুরু নানকের পায়ে এসে পড়লে তিনি তাকে একটি পাথর সরাতে বললেন এবং সেখানে জলস্রোত সৃষ্টি হয়।

ওদিকে বলীর কুয়োতে জলশূন্য হয়ে যায়। তা দেখে ক্রুদ্ধ বলি নানকের হত্যার জন্য পাহাড় থেকে পাথরের চাঙড় গড়িয়ে দিল গুরু নানক ‘জয় নিরঙ্কার’ ধবনি উচ্চারণ করে তার হাতে ছোঁয়ায় সেটির গতিশ স্তব্ধ করেন। গল্পটি লেখক গুরু দ্বারত্বের‌ও কয়েকবার শুনেছি কিন্তু বিশ্বাস করতে পারেননি। এই ঘটনাকেই লেখকের ‘অসম্ভব’ বলে মনে হয়েছিল।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment