সামাজিক অবহেলা
মহাশ্বেতা দেবীর রচিত ‘ভাত’ গল্পের প্রধান চরিত্র উচ্ছব নাইয়া। সে সমাজের নিম্নতম অর্থনৈতিক বৃত্তের মানুষ। বাদা অঞ্চলের বাসিন্দা হয়েও দুবেলা পেট ভরে ভাত জোটে না উচ্ছবের মতো মানুষদের পরের জমিতে মুনিষ খেটে কোনক্রমে দিন গুজরান করা এই মানুষগুলোর সামান্য ভাতের প্রত্যাশী। এরপর প্রাকৃতিক দুর্যোগের আঘাত নেমে এলে উচ্ছবরা শুধু বাড়িঘর, পরিবারেকে হারাই না; হারিয়ে ফেলে তাদের মানুষ হয়ে জন্মানোর সব লক্ষণ। সুখ দুঃখের চেয়েও তখন বড় হয়ে ওঠে ক্ষুধার প্রাবল্য। সতীশ বাবুর মতো উচ্চবিত্ত সৌভাগ্যবান মানুষের কাছে ভাবছে প্রত্যাখ্যান উচ্ছবরা প্রেতে পরিণত হয়।
অধিকারের লড়াই
খাবারের সন্ধানে দাড়া এসে ভিড় করে কলকাতার মতো বড় শহরে। কিন্তু সেখানেও বড় বাড়ির প্রাচুর্যময় বাসিন্দারা তাদের খুদার গভীরতা বোঝেনা। কয়েকদিন না খাওয়া উচ্ছবকে সেখানকার আড়াই মন কাঠ কাটতে হয় ভাতের। কিন্তু তারপরেও তখন অশৌচের তুচ্ছ সংস্কারে তার মুখের গ্রাস, দীর্ঘ আশার ভাত রওনা দেয় আস্থাকুঁড়েদের উদ্দেশ্যে; তখন উচ্ছবের দেয়ালে পিঠ ঠেকে যায়। নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে বুদ্ধি করে অশৌচের ভাবসুদ্ধ ডেকচি নিয়ে পালায় সে। তার এই পালানোই আসলে সমাজের একপেশে নিয়ম-কানুনের বিরুদ্ধে এক প্রবল প্রতিবাদ। উচ্ছব এখানে নিম্ন শ্রেণীর মানুষের প্রতিনিধি। প্রাপ্য অধিকার কেড়ে নেওয়ার লড়াই এই ভাবেই প্রকাশ পেয়েছে গল্পে।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?