উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যার সমাধান

প্রচলিত উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যা সমাধানের নিম্নে আলোচনা করা হলো –

১ অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধি

উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে আর্থিক সমস্যা দূরীকরণের জন্য অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করতে হবে, যাতে ভালো করে শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন ঘটানো যায়।

২ মাধ্যমিক বিদ্যালয় কে উচ্চমাধ্যমিকে উন্নতিকরণ

ভারতীয় সমস্যা দূরীকরণের জন্য মাধ্যমিক বিদ্যালয় গুলিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নতিকিরণ এবং আরো বেশি করে নতুন বিদ্যালয় স্থাপন করা।

৩ পাঠক্রমের আধুনিকীকরণ

পাঠক্রমকে আধুনিক সমাজের উপযোগী করে রচনা করতে হবে। পাঠক্রম হবে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং বৈচিত্রময়। এই পাঠক্রম উচ্চ শিক্ষার প্রস্তুতি হিসাবে শিক্ষার্থীকে গড়ে তুলবে।

৪ উপযুক্ত শিক্ষক নিয়োগ

উচ্চমাধ্যমিক বিদ্যালয় গুলিতে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। এর ফলে শিক্ষাদানের পদ্ধতি আরও বেশি মনোবিজ্ঞান সম্মত হয়ে উঠবে।

৫ উপযুক্ত পরীক্ষাগারের ব্যবস্থা

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষা জন্য উপযুক্ত পরীক্ষাগারে ব্যবস্থা করতে হবে। যাতে শিক্ষার্থীরা হাতেনাতে বিজ্ঞান বিষয়ে শিক্ষা করতে পারে।

৬ অধিক বৃত্তি শিক্ষার সুযোগ

সাধারণ ধর্মী শিক্ষার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে অধিক পরিমাণে বৃত্তি শিক্ষা ব্যবস্থা করতে হবে। বৃত্তি শিক্ষা প্রসারের মাধ্যমে শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য স্বনির্ভর করে গড়ে তুলতে সাহায্য করবে।

৭ প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার স্থাপন

উচ্চ মাধ্যমিক শিক্ষা যেহেতু উচ্চ শিক্ষার প্রস্তুতি পর্ব তাই পড়াশোনার ওপর শিক্ষার্থীদের অধিক গুরুত্ব প্রদান করতে হবে। সেই কারণে প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গ্রন্থাগারের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।

৮ পরীক্ষা ব্যবস্থা সংস্কার

উচ্চমাধ্যমিক শিক্ষায় পরীক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। পরীক্ষা ব্যবস্থার পরিবর্তে মিলন ব্যবস্থা চালু করতে হবে। মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর পারদর্শিতার শারীরিক মিলন সম্ভব হবে।

৯ সুষ্ঠ পরিচালনা ব্যবস্থা

বিদ্যালয়কে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রশাসন ব্যবস্থাকে আরও বেশি মানবিক ও সক্রিয় হতে হবে। প্রয়োজনে পরিদর্শনের উপর আরো বেশি গুরুত্ব দিতে হবে।

মূল্যায়ন

অবশেষে বলা যায় যে, উপরোক্ত আলোচনা থেকে পরিষ্কার যে – উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যা গুলি দূরীকরণের জন্য উক্ত সমাধানের বিষয়গুলির ওপর গুরুত্ব দান করতে হবে। এ ফলে উচ্চ মাধ্যমিক শিক্ষা আর বেশি আকর্ষণীয়, বাস্তব মুখী ও বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠবে।

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment