উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠক্রম

উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে যেমন সাধারণ শিক্ষা ব্যবস্থা রয়েছে তেমনি বিশেষধর্মী বা বৃত্তিশিক্ষার ও ব্যবসা রয়েছে। তাই উচ্চমাধ্যমিক পাঠক্রমকে দুটি ভাগ করা যায় যথা ১ সাধারন শিক্ষার পাঠক্রম ও ২ বৃত্তিমূলক শিক্ষা পাঠক্রম।

১ সাধারণ শিক্ষা পাঠক্রম

সাধারণ শিক্ষা পাঠক্রমকে আবার চারটি ভাগে ভাগ করা হয় –

ভাষা:- এই ভাষার স্তরের দুটি ভাষা কিন্তু বাধ্যতামূলক। তবে মাধ্যমিক পদেছে প্রথম হিসাবে শিক্ষার্থী অধ্যায়ন করেছিল সেটি এখানে অগ্রাধিকার পাবে। আধুনিক ভারতীয় ভাষা, আধুনিক বিদেশী ভাষা ও প্রাচীন ভারতে ভাষার এই তিনটি ভাষার মধ্যে যেকোনো দুটি ভাষা।

আবশ্যিক ঐচ্ছিক বিষয় :- এখানে দুই ধরনের বিষয় রয়েছে – প্রথমত পরীক্ষা ভিত্তিক বিষয় এবং অপরটি হবে পরীক্ষার ভিত্তিক নয়। এরকম ২১ টি বিষয় রয়েছে। এ বিষয়গুলি থেকে তিনটি বিষয়ে শিক্ষার্থী তার রুচি, সাম্যস্থ্য ও চাহিদা অনুযায়ী নির্বাচন করে দিতে পারবে।

অতিরিক্ত বিস্ময় সমূহ:- এই বিভাগের আবশ্যিক ঐচ্ছিক তিনটি বিষয় ছাড়া শিক্ষার্থীর আরও একটি অতিরিক্ত বিষয় নির্বাচন করতে পারে। দ্বারা শিক্ষার্থীর পার্থক্যটির বাইরে জ্ঞান অর্জন করানো হবে।

কর্মভিত্তিক বিষয়:- এখানের শিক্ষার্থীকে, কর্মশিক্ষা, শারীর শিক্ষা ও সমাজ সেবা ইত্যাদি শেখানো হয়।

২ উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বৃত্তিমূলক শিক্ষা পাঠক্রম

উচ্চ মাধ্যমিক শিক্ষায় বৃত্তিমূলক শিক্ষার পাঠক্রমের বিষয়গুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে – ভাষা, আবশ্যিক ঐচ্ছিক বিষয়ে, বৃত্তিমূলক বিশেষজ্ঞ এবং কর্মভিত্তিক বিভাগ।

ভাষা:- এক্ষেত্রে সাধারণ পাঠক্রমের মতো দুটি ভাষা বাধ্যতামূলক রয়েছে।

আবশ্যিক ঐচ্ছিক বিষয়:- এখানে পরীক্ষাগারভিত্তিক ও পরীক্ষার্থীর কতগুলো বিষয় রয়েছে। এগুলোর মধ্যে যেকোনো তিনটি বিষয় নির্বাচন করতে হবে।

বৃত্তিমূলক বিষয়সমূহ:- এই স্তরে পাঁচটি বিষয়ের ( কৃষিবিজ্ঞান, বয়ন শিল্প, কারিগরি বিদ্যা, ব্যবসা-বাণিজ্য এবং প্যারামেডিকেল) মধ্যে যেকোন তিনটি বিষয় নির্বাচন করতে হয়।

কর্মভিত্তিক স্তর:- এই স্তরটি কর্মভিত্তিক সাধারণ প্রবাহের শিক্ষা মতো।

মূল্যায়ন

আধুনিক শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক করু ভিত্তিক শিক্ষা স্তরকে একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষার্থক হিসেবে চিহ্নিত করা হয়। এই স্তরের শিক্ষার্থী কেবলমাত্র উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত হবে না।

কর্ম অভিজ্ঞতার ভিত্তিতে জীবিকা অর্জনের শিক্ষাও লাভ করে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা স্তর।

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment