উচ্চমাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠানসমূহ

উচ্চ মাধ্যমিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায় যার নিম্নে আলোচনা করা হলো।

১ দায়িত্বভিত্তিক বিভাগ

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দায়িত্বভিত্তিক বিভাগে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে যথা –

দিবা বিদ্যালয় – যে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দিনের একটি নির্দিষ্ট সময় বাড়ি থেকে যাতায়াত করে শিক্ষার্থীরা খেলা পড়া তাকে বলা হয় দিবা বিদ্যালয়।

আবাসিক বিদ্যালয় – যে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলাকার মধ্যে বসবাস করে, তাদের খাওয়া-দাওয়া, গঠন পাঠন বিদ্যালয়ের কর্তৃত্ব নিয়ন্ত্রণ হয় এই ধরনের বিদ্যালয়কে বলা হয় আবাসিক বিদ্যালয়।

২ লিঙ্গভিত্তিক বিভাগ

উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের লিঙ্গভিত্তিক বিভাগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে যথা –

বালকদের বিদ্যালয় – যে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেবলমাত্র বালকদের পঠন-পাঠনের সুযোগ থেকে থাকে সেই সকল বিদ্যালয়।

বালিকাদের বিদ্যালয় – যে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেবলমাত্র বালিকাদের পড়ার জন্য সংরক্ষিত থাকে সে সমস্ত বিদ্যালয়কে বলা হয় বালিকা বিদ্যালয়।

সহশিক্ষা বিদ্যালয় – যে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বালক ও বালিকা উভয় শিক্ষা লাভ করতে পারে সেই সমস্ত বিদ্যালয় গুলিকে বলা হয়ে থাকে সহ শিক্ষা বিদ্যালয়।

৩ মালিকানার ভিত্তিক বিভাগ

মালিকানা ভিত্তিতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলি কে ৫টি ভাবে ভাগ করা হয়ে থাকে যথা –

পাবলিক বিদ্যালয় ইংল্যান্ডের পাবলিক বিদ্যালয়ের অনুসরনে আমাদের দেশে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের জ্ঞানমূলক বিকাশের সঙ্গে সঙ্গে অন্যান্য গুণাবলী বিকাশের চেষ্টা করা হয়।

সরকার পরিচালিত বিদ্যালয় যে সকল বিদ্যালয়গুলির সম্পূর্ণভাবে সরকার দ্বারা পরিচালিত। অর্থাৎ প্রশাসনিক নিয়ম কানুন, শিক্ষক নিয়োগ, আর্থিক দায় দায়িত্ব সবকিছু সরকার নিয়ন্ত্রণ করে , তাই হলো সরকার পরিচালিত বিদ্যালয়।

সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয় যে সকল বিদ্যালয়ের সরকার অর্থ সাহায্য করে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য সকল কর্মচারীদের বেতন সরকার দিয়ে থাকে কিন্তু বিদ্যালয়ের দৈনন্দিক পাঠক্রম ও বিদ্যালয়ের প্রশাসনের হস্তক্ষেপ করেনা এবং বিদ্যালয়ের পরিচালন সমিতি বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ পরিচালনা করে সেই বিদ্যালয়কে সরকারের সাহায্যপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বলে।

বেসরকারি বিদ্যালয় যে সকল বিদ্যালয় সরকার কোনো আর্থিক সাহায্য করে না, বিদ্যালয়ের দায়ভার বিদ্যালয় এর কর্তৃপক্ষকে বহন করতে হয়। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ শুরু করে যাবতীয় নিয়ম কানুন কিন্তু কর্তৃপক্ষ স্থির করে থাকে। সেই সমস্ত বিদ্যালয়ে বলা হয়ে থাকে বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

ধর্মীয় সংস্থা পরিচালিত বিদ্যালয় যে সকল বিদ্যালয়ের ধর্মীয় সংস্থা দ্বারা স্থাপিত ও পরিচালিত হয় এবং সাধারণ ধর্মিক শিক্ষা সঙ্গে ধর্ম শিক্ষার ব্যবস্থা থাকে, সেই ধরনের বিদ্যালয়ের বলা হয় ধর্মীয় সংস্থা পরিচালিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

মূল্যায়ন

অবশেষে বলা যায় যে আমাদের দেশে বিভিন্ন ধরনের উচ্চমাধ্যমিক বিদ্যালয় থাকলেও সকল বিদ্যালয়কে সরকারি নিয়ম মানতে হয়। বর্তমানে বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা ক্রমশ বাড়ছে।

দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞানের (education) সব প্রশ্ন উত্তর

Leave a Comment