বাদা না খোঁজার কারণ
মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পের মুখ্য চরিত্র উচ্ছব নাইয়া বড় বাড়ির পেতলের বেক্তি চুরির অপরাধে লোকজনের হাতে মার খেয়ে থানায় গিয়েছিল। তাই সে বড় বাড়ির চালের উৎস ‘বাদা’র খোঁজ করতে পারেনি।
‘আসল বাদা’ যেভাবে থাকে।
গল্পে এই ‘বাদা’ বিষয়টি একটি প্রতিম হিসেবে গণ্য হয়েছে। সমাজের বৈষম্যপূর্ণ আর্থিক বিভাজনের পরিণতি হিসেবে ধনী ক্রমাগত ধনী হয়, আর গরিব হয় আরো গরিব। ধোনির সম্পদের উৎস গরিব মানুষ কখনোই জানতে পারে না। তাই উর্বর ফসলের উৎস সুন্দরবনের বাদা অঞ্চলের বাসিন্দা হয়েও উচ্ছবের পেটে ভাত পড়ে না। তার বাদায় শুধু গেঁড়ি-গুগলি আর সুশনোশাক। অন্যদিকে বড় বাড়ির লোকেরা কলকাতায় বসবাস করেও দৈনিক পাঁচ রকমের চালের ভাত খায়। হতদরিদ্র উচ্ছব আবার বিস্ময় হয়ে বাদার খোঁজ করে চলে, সেখান থেকে বড় বাড়ির ভাত আসে। সে মনে মনে ভেবে নেয় যে, সেখানকার চালের ভাত পেটে পড়লে তবেই সে সেই দিন বাদাটার সন্ধান পাবে। কিন্তু কয়েকদিন উপোসী উচ্ছবের চোখের সামনে অশৌচের সংস্কারে তারা মুখের গ্রাসকে ভূলুন্ঠিত হতে দেখতে না পেরে বেক্তি সহ ভাত নিয়ে পালায়। দুহাতে ভাতের গ্লাস তুলে মুখে পুরে সে স্বর্গ সুখ অনুভব করলেও সে সুখ তার বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডেকচি চুরি দায়ে তাকে জেলে যেতে হয়। হতদরিদ্র উচ্ছবের আর ধনীর বাদার সন্ধান পাওয়া হয়ে ওঠ। সে বাদা চিরকালের মতো ধনীর কুক্ষিগত হয়েই থেকে যায়।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর
ছোটগল্প হিসেবে ‘ভাত’ কতদূর সার্থক হয়েছে তার বিচার করো?
‘ভাত’ গল্পে লেখিকার ভাষায় নৈপুণ্যের পরিচয় দাও ?
‘ভাত’ গল্প অবলম্বনে উচ্ছব নাইয়া চরিত্রটি বিশ্লেষণ করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বুড়ো কর্তার চরিত্র বিশ্লেষণ করো
‘ভাত’গল্পে বাসিনী চরিত্রটি আলোচনা করো?
‘ভাত’ গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর আভিজাত্যের পরিচয় দাও।
‘ভাত’ গল্পে ভাত একটি প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।- আলোচনা করো?
“এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে।”-বড়ো পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
“সেই জন্যই হোম যোগী হচ্ছে।”- ‘হোম-যজ্ঞি’ হওয়ার কারণ কি? এই যজ্ঞের আয়োজন এর বর্ণনা দাও?
“পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে।” -এ কথা কে কাকে বলেছে? পিসিমা দেখতে পেলে ‘সর্বনাশ’ হবে কেন?
“কপালটা মন্দ তার। বড়োই মন্দ।” -যার সম্পর্কে এ কথা বলা হয়েছে তার কপালটা মন্দ কেন?
“উচ্ছবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি।”- উচ্ছবের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে” -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল।” -কোন কৌটোর কথা বলা হয়েছে? কৌটোটা কেমন ছিল? সেই কৌতুক থাকলে কি হবে?
“গরিবের গতর এরা শস্তা দেকে।” -বক্তা কে? এ বক্তব্যের কারণ কি?
“তুমি কি বুঝবে সতীশবাবু!” -সতীশবাবু কি বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?
“অন্ন লক্ষী, অন্ন লক্ষী, অন্নই লক্ষী, ঠাগমা বলত।”-বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো?
বড় বাড়ির যজ্ঞের আয়োজন ও কর্তা মহাশয়ের শবযাত্রার আয়োজন নিজের ভাষায় লেখ?