‘আমি তা পারি না’- কবি মৃদুল দাশগুপ্তের ‘ধানক্ষেত থেকে’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতা থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিতে কবি মৃদুল দাশগুপ্তের না পারার কথা বলা হয়েছে।
কবির বেদনা
কবি দেখেছেন ২০০৬ থেকে ২০০৭ খ্রিস্টাব্দে সিঙ্গুরের কৃষি জমি রক্ষা গণ আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। সন্তান হারা জননের ক্রন্দন কবি প্রত্যক্ষ করেছেন। নিহত ভাইয়ের শবদেহ কবি মনে ক্রোধ জাগরিত হয়েছে। প্রতিটি মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক যদি ভালোবাসা দিয়ে করা হয় তবে একের বিপদে অপরের ঝাঁপিয়ে পড়ে। কিন্তু শাসকের রক্ত চক্ষু দেখে সাধারণ মানুষের মন থেকে মানবিকতা হারিয়ে যেতে দেখে কবি বিস্মিত। নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ হাতে পেয়েও সাধারণ মানুষ প্রতিবাদ করেন না, নীরব থাকে ।
কিন্তু প্রতিবাদী সমাজ চেতন কবি তা পারেন না। সামাজিক অনাচার গুলি কবির মনে যে আলোড়ন তোলে, কবিতার সঞ্চারিতা করে দিতে চান অগণিত পাঠক হৃদয় ; যেখান থেকেই জন্ম নেয় বিদ্রোহ। কবির সজাগ বিবেক কাকে বাধ্য করে জননী-জন্মভূমির প্রতি দায়বদ্ধ থাকতে, মানুষ হিসেবে যাবতীয় সংবেদন সমেত মানুষের পাশে দাঁড়াতে।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর