“আপনার রূপ,/চিনিলাম আপনারে”- ‘আপনার রূপ’ বলতে বক্তা কি বুঝিয়েছেন?

সূচনা

জীবন বাস্তবতার কঠোর অভিঘাতে, উত্থানপতনের অনিবার্য তাই এবং সরোবোধঘাটনের বিফলতায় কবি যেন ক্লান্ত এক জীবন পথিক। অবসন্ন দেহভার নিয়ে জীবনের শেষতম লগ্নে তিনি যেন সংবিৎ ফিরে পান। নব চেতনার সেই কম্পন অনুভব করা যায় তার ‘রূপনারানের কূলে’ কবিতায়।

বাস্তবজীবনের মুখোমুখি

রূঢ় বাস্তব জীবনের মুখোমুখি হয়ে কবি চরমতম আঘাত সহ্য করেছেন বারবার। রূপে-রসে ভরা জগত সংসার কবির সম্মুখে মিশ্র অনুভূতি নিয়ে হাজির হয়ে কবিকে দ্বিধা দ্বন্দ্বের দোলাচলে ফেলে দিয়েছে। কখনও অশনি, কখনও প্রেম ও জীবনের বিচিত্র রূপে বিহল কবি ক্রমশ কুহকের অন্ধকারে আত্মবিস্মৃত হয়েছে। এই চক্রব্যূহ থেকে মুক্ত হওয়ার নিরন্তর প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে জীবনের অন্তিম লগ্নে এসে।

কবির আত্মপরিচয় লাভ

মরণের দার প্রান্তে এসে জীবন নদীর কূলে দাঁড়িয়ে কবি আত্মপরিচয় লাভ করেছেন। কবির কঠোর সত্যান্বেষণ হয়েছে সম্পূর্ণ। জগত সংসার আর তার কাছে স্বপ্ন নয়, নয় কোন কুহক। তাই কবি বলেছেন-

“রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ,”

সত্যের স্বরূপ উদঘাটন

রূঢ় বাস্তব জীবন রক্তাক্ত হলেও কবি এই রূপ দর্শনের তৃপ্ত, আত্ম অন্বেষণের অবসানে তিনি সমৃদ্ধ। এই জীবন থেকে ঋণ নিয়ে মৃত্যুতে তা পরিশোধের স্পর্ধা দেখাতে পেরেছেন। জীবনকে কৃতজ্ঞতা জানিয়ে জীবনের অন্তিম লগ্নে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন, আবিষ্কার করেছেন নিজের স্বরূপ।

দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment