আদিম আফ্রিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের উল্লেখ করাে

আফ্রিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য

বৈজ্ঞানিকদের অনুমান আজ থেকে প্রায় পাঁচশাে কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। পৃথিবী সৃষ্টি হওয়ার পর আফ্রিকাতেই প্রথম মানব প্রজাতির নিদর্শন মেলে। এই আফ্রিকা মহাদেশের সর্বত্র ভৌগােলিক বৈশিষ্ট্য একরকম নয়। কয়েকটি ভাগে বিভক্ত আফ্রিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ছিল বিভিন্ন রকম।

[1] হিমবাহ উপত্যকা: প্লেইস্টোসিন যুগে তুষারপর্বে ভূস্তর বরফে ঢেকে যায়। হিমবাহের ঘর্ষণে ইংরেজি ‘U’ আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। হিমবাহ তরল হয়ে গ্রাবরেখা বা স্তূপ সৃষ্টি করে।

[2] বিভিন্ন পর্বতমালা: আফ্রিকার উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম, দক্ষিণ অংশে বেশ কিছু পর্বতমালার অস্তিত্ব লক্ষ করা যায়। উত্তর-পূর্ব আফ্রিকাতে দেখা যায় সাহারার টিবেস্টি পর্বত ও সােমালিয়ার পর্বতমালা। উত্তর-পশ্চিম অংশে দেখা যায় মরােক্কোর পর্বতমালা, আলজেরিয়ার পর্বতস্থূপ ও দক্ষিণ আফ্রিকাতে দেখা যায় নাটাল পর্বতশ্রেণি৷

[3] মালভূমি: প্রাচীন আফ্রিকার উল্লেখযােগ্য কয়েকটি মালভূমি হল উত্তর-পূর্ব আফ্রিকার অন্তর্গত ইথিওপিয়ার বিস্তৃত মালভূমি, দক্ষিণ আফ্রিকার পূর্ব ও মধ্যভাগের সুবিস্তৃত মালভূমি।

[4] সমতলভূমি: উত্তর-পূর্ব আফ্রিকার বহর আল গজল অঞ্চলে রয়েছে কাদামাটির সমভূমিউত্তরপশ্চিম আফ্রিকার মাগরিব (মরােক্কো, আলজেরিয়া ও তিউনেশিয়া) অঞ্চল জুড়ে রয়েছে সুবিস্তৃত সমতলভূমি।

[5] মরুভূমি: উত্তর-পশ্চিম আফ্রিকায় রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। আর দক্ষিণ আফ্রিকার পশ্চিমাংশে রয়েছে কালাহারি মরুভূমি। সাহারা মরুভূমি অঞ্চলটি মূলত শুষ্ক বালিয়াড়ি অঞ্চল। এই সাহারার উত্তর প্রান্তে ভূগর্ভস্থ জলের সন্ধা মিলেছে বলে এখানে মরুদ্যানের সংস্কৃতি বিদ্যমান।

History সব প্রশ্ন উত্তর (একাদশ শ্রেণীর)

Leave a Comment