লভ সিন পরিকল্পনার কারণ
বাংলা নাট্য জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটক থেকে উক্তিটি গৃহীত। নাটকের হাসির খোরাক জোগাড় করতে নাটকের অন্যতম চরিত্র শম্ভু এসে পৌঁছোয় অমরের বাড়িতে। সামাজিক এবং অর্থনৈতিক সংকটে তখন সাধারণ বাঙালির জীবন বিপর্যস্ত। দেশের স্বরাষ্ট্রীয় মন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেল পর্যন্ত বাঙ্গালীদের ‘কাঁদুনে জাত’ বলেছেন। শম্ভু তাই নানা শারীরিক অঙ্গভঙ্গি করে অমর বৌদিকে হাসাতে চান। কিন্তু বিফল হন। অমর তাই এমন এক দৃশ্যপটে সন্ধান করতে চান, যা মানুষের মনে আগ্রহ এবং ঔৎসউক্য সঞ্চরণ করবে এবং জনমানসে একা আবেদন রাখতে সমর্থন হবে। বৌদি জনপ্রিয়তা নিরিক্ষে প্রেমিক এই সর্বাধিক জনপ্রিয় বিষয় বলে স্থির করে এবং একটি ‘লভ সিন’ -এর পরিকল্পনা করেন।
লাভ সিনের বিবরণ
সেই প্রেমের দৃশ্যে নায়িকা বৌদি নায়ক হিসেবে শম্ভু মিত্র কে বেছে নেন। তারপর কলেজ ফেরত নায়িকার সঙ্গে নায়কের রাস্তায় আচমকা ধাক্কা লাগে। নায়িকা বৌদি প্রচন্ড রেগে গিয়ে শম্ভুর গালের চড় বসিয়ে দেন। শম্ভু বৌদির নির্দেশ মতো আমতা আমতা করতে থাকেন। অন্যদিকে চোখের কোন দিয়ে সজ্জল ভঙ্গিতে সম্বর দিকে তাকিয়ে নায়িকা রূপী বৌদি প্রেম নিবেদন এর অভিনয় করেন। এরপর প্লেব্যাকের অনুরোধ জানান। সঙ্গে সঙ্গে নেপথ্যে থেকে শোনা যায় ফিল্মি কায়দায় ‘মালতি লতা দোলে’ গানটি। বৌদি ঠোঁট মেলান এবং কাল্পনিক গাছে ডাল জড়িয়ে ধরেন। শেষ পর্যন্ত গানটির সুর বিকৃতি নিয়ে মতান্তর হয় এবং দৃশ্যটি যথাযথ হাস্য রস সৃষ্টির উপযোগী বলে বিবেচিত না হওয়ায় তা পরিত্যাক্ত হয়।
দ্বাদশ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর